প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ নভেম্বর : তিনি দাগী দুস্কৃতিকে গ্রেপ্তার করে বহ লক্ষাধীক টাকা মূলের প্রচুর বোমাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করলো পুলিশ । বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ হুগলী জেলার বিভিন্ন থানা এলাকায় টানা অভিযান চালায়। সেই অভিযানেই ধরা পড়ে দুস্কৃতিরা। পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম পীযূষ হালদার, মৃত্যুঞ্জয় শা ওরফে মনি ও মানু সাঁতরা ওরফে বিজয়। এদের মধ্যে পীযূষ জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের কলুপুকুর গ্রামের বাসিন্দা।বাকি দুই ধৃতর মধ্যে মত্যুঞ্জয় হুগলী জেলার শ্রীরামপুর এবং মানু হুগলীর গুড়াপ থানা এলাকার বাসিন্দা । সুনির্দিষ্ট ধারায় মামলা রূজু করে পুলিশ এদিনই তিন দুস্কৃতিকে বর্ধমান আদালতে পেশ করে ।আরো চোরাই সামগ্রী উদ্ধার ও চক্রের বাকিদের হদিশ পেতে পুলিশ ধৃতদের ১০ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক পীযূষ ও মানুর ৪ দিনের পুলিশ হেপাজত এবং মৃত্যুঞ্জয় কে জেল হপাজতে পাঠাোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে,জৌগ্রামের আমড়া মোড়
এলাকায় মোবাইল ফোন বিক্রীর দোকান রয়েছে ব্যবসায়ী শেখ সাইফুদ্দিনের।তিনি গত ২৩ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।পরদিন সকালে দোকান খুলে তিনি দেখেন দোকান ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে।ভাঙা রয়েছে দোকান ঘরের পিছনের জানালার গ্রিল ও জানালা ।দোকানে থরে থরে যেসব দামি নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা ছিল তার একটি নেই। এমনটা দেখেই ব্যবসায়ী শেখ
সাইফুদ্দিন জামালপুর থানায় খবর দেন ।
জামালপুর থানার পুলিশ সবকিছু খতিয়ে দেখে নিশ্চিৎ হয়,দুস্কৃতিরা দোকানের জানালা
ভেঙে দোকানে ঢুকে সমস্ত মোবাইল ফোন চুরি
করে নিয়ে গেছে।চুরির ঘটনার সবিস্তার উল্লেখ করে ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে । তদন্তে নেমে পুলিশ ১৭ দিনের মধ্যে এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় ।
মহকুমা পুলিশ আধিকারিক (বর্ধমান দক্ষিন)
সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন,মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনার অভিযোগ পেয়েই জামালপুর থানার আই সি রাকেশ সিং এর নেতৃত্বে পুলিশ দল তদন্তে নামে।চুরির ঘটনায় জড়িতদের খোঁজে বিভিন্ন সূত্র মাধ্যমে খোঁজ খবর চালানো শুরু হয়।পুলিশ জানতে পারে চুরি চক্রে জড়িতরা হুগলী জেলার বিভিন্ন থানা এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে।
এরপরেই বুধবার বিকালে পুলিশ প্রথম হুগলীর সিঙ্গুরের একটি ডেরায় হানা দিয়ে পীযূষ হালদার কে গ্রেপ্তার কে গ্রেপ্তার করে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় হুগলীর শ্রীরামপুর থেকে মৃত্যুঞ্জয় শা ও গুড়াপ থেকে মানু সাঁতরাকে গ্রেপ্তার করে ।
জেরায় ধৃতরা জৌগ্রামের মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার কথা কবুল করে।ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় চুরি করা প্রচুর দামি মোবাইল ফোন, ল্যাপটপ সহ আরো বেশ কিছু দামি ইলেকট্রনিক্স সামগ্রী।এই চুরি চক্রে আরও কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজও পুলিশ চালাচ্ছে বলে মহকুমা পলিশ আধিকারিক জানিয়েছেন ।।