এইদিন ওয়েবডেস্ক,১০ নভেম্বর : যুদ্ধের আট মাস পর্যন্ত ১ লাখ রুশ সেনা এবং ৪০,০০০ সাধারণ মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান মার্ক মাইলি । তিনি আরও জানান,বহু ইউক্রেনের সেনাও নিহত হয়েছে । তবে তার স্পষ্ট কোনো পরিসংখ্যান দেননি তিনি । এদিকে বুধবার থেকে ইউক্রেনের খেরসন অঞ্চলে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া । তা সত্ত্বেও ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলিনস্কি জানিয়েছেন,ভ্লাদিমির পুতিন গদিচ্যুত না হওয়া অব্দি তিনি আলোচনার টেবিলে বসবেন না ।
এদিকে ইউক্রেনকে অস্ত্রের জোগান দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা আমেরিকাসহ তাদের সহযোগী দেশগুলির । রাশিয়া-ইউক্রেনের গত ৮ মাসের সংঘর্ষে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে দু’দেশের। বিশ্বজুড়ে বেড়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা । বেড়েছে পরমাণু যুদ্ধের আশঙ্কাও। বিশ্বব্যাপী অর্থনীতিতেও আঁচ পড়েছে যুদ্ধের।
কিয়েভকে উস্কানি দিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ইউরোপের বহু দেশ। অস্ত্র ও আর্থিকভাবে ইউক্রেনকে সাহায্য করছে তারা ।এর ফলে সে দেশগুলির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে এই সহায়তা নিয়ে আমেরিকার অন্দরেই চরম অসন্তোষ তৈরি হয়েছে। এমনিতেই মুদ্রাস্ফিতীতে জেরবার বাইডেনের দেশ। এমতবস্থায় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অতিরিক্ত অর্থসাহায্য বন্ধের পক্ষেই সওয়াল করছেন সে দেশের বহু জনপ্রতিনিধি । তাই এবার রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসার অনড় মানসিকতা থেকে ইউক্রেনকে সরে আসার আহ্বান জানিয়েছে আমেরিকা । ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর,মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত গোপনে ও ব্যক্তিগত পর্যায়ে ইউক্রেনকে আলোচনায় বসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ।
এবিষয়ে আমেরিকার সাফাই একেবারে অন্যরকম। তাদের তরফে বলা হচ্ছে, ইউক্রেন আলোচনা দরজা বন্ধ করে রাখার ফলে আন্তর্জাতিকস্তরে নেতিবাচক প্রভাব পড়ছে। ইউক্রেনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমেরিকার পরামর্শ, রাশিয়ার জন্য আলোচনার দরজা খোলা রাখুক কিয়েভ ।।