দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,০৯ নভেম্বর : নদীতে মাছ ধরার সময় জালে আটকে গিয়েছিল প্রায় ২০ কেজি ওজনের একটি স্ত্রী কচ্ছপ । সেটি মাছের বাজারে বিক্রির জন্য বস্তায় ভরে রেখে দেওয়া হয়েছিল । কিন্তু জনৈক এক পশুপ্রেমীর কাছ থেকে খবর পেয়ে যায় বনদপ্তর । শেষে বনদপ্তরের কর্মীরা বুধবার ভোর রাত্রি ২ টা নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের পাল্লা বাজার থেকে বস্তাবন্দি ওই কচ্ছপটি উদ্ধার করে আনে ।
বর্ধমানের পশুপ্রেমী যুবক অর্নব দাস বলেন,’এটি একটি ইয়েলো পন্ড টার্টেল (yellow pond turtle) । বিজ্ঞানসম্মত নাম মউরেমিস মউটিকা ( Mauremys mutica) । এটি জিওমিডিডি (Geoemydidae) পরিবারের অন্তর্ভুক্ত । আনুমানিক বয়স ১৫ বছর । আমাদের বাস্তুতন্ত্রে এই প্রকৃতির কচ্ছপের বড় ভূমিকা আছে । আমার বন্ধু শক্তিগড়ের পাল্লা বাজারের বাসিন্দা সন্দীপনের কাছ থেকে জানতে পেরে আমি বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি । শেষ পর্যন্ত কচ্ছপটিকে উদ্ধার করা সম্ভব হয় ।’ তিনি আরও বলেন,’শুধু এই প্রজাতির কচ্ছপই নয়,প্রতিটা পশুপাখিরই বাস্তুতন্ত্রে ভুমিকা আছে । অথচ মানুষের অর্থ ও মাংসের লোভের কারনে বহু পশুপাখি বিলুপ্ত হওয়ার মুখে । এরপরেও আমরা যদি সচেতন না হই তাহলে পরিবেশে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে ।’
জানা গেছে,বর্ধমান সংলগ্ন দামোদরের চড়ে আকছার কচ্ছপ বা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় । কিন্তু চোরা শিকারের কারনে ওই সমস্ত পশুপাখির সংখ্যা দ্রুত হারে কমে আসছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, দামোদর সংলগ্ন এলাকাগুলির উপর নজরদারি রাখা হোক । বনদপ্তর জানিয়েছে, এনিয়ে এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ।।