এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৯ নভেম্বর : বুধবার (৯ নভেম্বর ২০২২) ব্রিটিশ হাইকোর্ট নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে । মোদী মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যার ঝুঁকির কথা উল্লেখ করে তাঁকে ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন । কিন্তু সেই আপিল খারিজ করে দেন ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি লর্ড বিচারপতি জেরেমি স্টুয়ার্ট-স্মিথ ও বিচারপতি রবার্ট জে । রায়ে উল্লেখ করা হয়েছে যে তার “আত্মহত্যার ঝুঁকি” এমন নয় যে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে ভারতে প্রত্যর্পণ করা “অন্যায় বা নিপীড়নমূলক” হবে ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর ঋণ কেলেঙ্কারি মামলায় আনুমানিক ২০০ কোটি মার্কিন ডলার জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে নীরব মোদীর বিরুদ্ধে । ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে তিনি লন্ডন চলে যান । দক্ষিণ-পূর্ব লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে কারাগারের বন্দি থাকা ৫১ বর্ষীয় এই ব্যবসায়ীকে গত ফেব্রুয়ারিতে জেলা জজ স্যাম গুজির ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া প্রত্যর্পণের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেওয়া হয়েছিল ।মোদী তার মানসিক স্বাস্থ্যের কারণে ভারতে প্রত্যর্পণের বিরোধিতা করেছিলেন । তার ভিত্তিতে এদিন শুনানি হয় । অবশেষে লন্ডনের হাইকোর্ট রায় দিয়েছে মোদীকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে নিরাপদে রাখা যেতে পারে । এদিকে এই রায়ের পরেই পরই নীরব মোদীকে ভারতে ফেরাতে তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি ।।