এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ নভেম্বর : ডিসেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার । ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় পাওয়ার সেন্টার তৈরি করা হয়েছে । ওই সেন্টার থেকে ট্রান্সমিশনের মাধ্যমে বগুড়া হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হবে । পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেছেন,ডিসেম্বরে বিদ্যুৎ দেবে এটা আগেই জানিয়েছিল তারা। নির্ধারিত সময়ে বিদ্যুৎ আনার বিষয়ে আমরাও তৎপর। বিষয়টি নিয়ে আদানি পাওয়ারের সাথে পিজিসিবির যোগাযোগ চলছে ।
বাংলাদেশ বিদ্যুৎ কেনার বিষয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর আদানির গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল । তারপর ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার তাপ বিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি পাওয়ার । চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা । আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশের সম্ভাব্য ব্যয় এক লাখ ৯০ হাজার কোটি টাকা হবে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সুত্রে খবর ।
বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মহম্মদ তামিম বলেন, ‘আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে খরচ কিছুটা বেশি পড়ছে, তবু দেশের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাইতে আদানির বিদ্যুতের মূল্য কম । এই বিদ্যুৎ একবার আসা শুরু করলে দেশের তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া যাবে। তখন অর্থনৈতিক চাপ কমে যাবে। সাতে সাথে দেশের বর্তমান বিদ্যুতের ঘাটতিও কিছুটা কমবে ।’।