এইদিন ওয়েবডেস্ক,পালাক্কাদ(কেরল),০৯ নভেম্বর : কেরালার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) স্বয়ংসেবক, শ্রীনিবাসনকে চলতি বছরের ১৬ এপ্রিল নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর সন্ত্রাসবাদীরা । ওই মামলার তদন্তকারী আধিকারিককে পিএফআই-এর সন্ত্রাসবাদীরা ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ । হুমকি কল পেতেই পালাক্কাদ-টাউন দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি । তদন্তকারী অফিসারের দায়ের করা অভিযোগ অনুসারে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁকে ফোনে বলেছে যে তদন্ত প্রক্রিয়ার কারনে তাদের সমস্যার সৃষ্টি হচ্ছে । তাদের যদি পালাক্কাদ (Palakkad) ছেড়ে চলে যেতে হয় তাহলে এর পরিনতি ভুগতে হবে ।’ তিনি পুলিশকে আরও বলেছেন ফোনে হুমকি দেওয়া ব্যক্তিরা তাঁকে একটি “কফিন” প্রস্তুত রাখতে বলেছে ।’
উল্লেখ্য,শ্রীনিবাসনকে খুনের একদিন আগে এলুপ্ল্লি (Elupplly)পালাক্কাদ (Palakkad)জেলায় খুন হয় সুবাইর নামে এক পিএফআই নেতা । আর তার প্রতিশোধ নিতে ঠিক পরের দিনেই আরএসএস-এর স্বয়ংসেবক শ্রীনিবাসনকে প্রকাশ্যে ঘিরে ধরে কুপিয়ে খুন করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গিরা । এই ঘটনায় ৩৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা প্রত্যেকেই পিএফআই-এর সাথে সম্পর্কিত । দুটি খুনের মামলার তদন্তের জন্য পুলিশ বিশেষ তদন্ত দল(সিট) গঠন করেছিল । তার নেতৃত্বে রয়েছে এডিজিপি আইনশৃঙ্খলা । উল্লেখ্য,কেন্দ্রীয় সরকার সম্প্রতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-এর উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর সহযোগী সংগঠনগুলিকে বেআইনি সমিতি হিসাবে ঘোষণা করে ।।