এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৮ নভেম্বর : রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দুই মহিলা সাংবাদিককে গ্রেফতার করেছে ইরান । তেহরানে বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি এক সাপ্তাহিক বার্তায় বলেছেন,রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য নিলুফার হামেদি এবং এলাহে মোহাম্মদী নামে ওই দুইজন মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে । তাঁরা এক মাসেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন ।’
দ্য নিউ আরব সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়,বছর ত্রিশের হামেদি সংস্কারবাদী শার্গ পত্রিকার একজন সাংবাদিক । মাহাসা আমিনী কোমা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় হামেদি তাঁর খবর নিতে গিয়েছিলেন । আর সেই অপরাধে ২০ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয় । অন্যদিকে ৩৫ বর্ষীয়া মোহাম্মদী মিহান পত্রিকার একজন প্রতিবেদক । ২৯ সেপ্টেম্বর কুর্দিস্তান প্রদেশে আমিনীর নিজ শহর সাকেজে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হয় । আর ওই অনুষ্ঠান কভার করার জন্য যখন মোহাম্মদী যাচ্ছিলেন তখন রাস্তা থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
সংস্কারবাদী সংবাদপত্র সাজান্দেগি গত মাসের শেষের দিকে প্রতিবেদনে জানিয়েছিল যে আমিনির মৃত্যু বা পরবর্তী অশান্তির খবর করার জন্য ২০ জনেরও বেশি সাংবাদিককে হেফাজতে রাখা হয়েছে । আরও কয়েকজনকে কর্তৃপক্ষ তলব করেছে । এরপর গত ৩০ অক্টোবর ৩০০ জনেরও বেশি সাংবাদিক যৌথ বিবৃতি জারি করে সহকর্মীদের গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছিলেন । তাঁদের অভিযোগ, গ্রেফতার করা সাংবাদিকদের পক্ষে আইনজীবী নিয়োগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না ।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুনী মাহাসা আমিনীর মৃত্যুর পর থেকে ইরানি পুলিশের গুলিতে শতাধিক বিক্ষোভকারী নিহত এবং বহু মানুষ আহত হয়েছে । ইরানের পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন (পিএমওআই/এমইকে) ৩৬৮ জন নিহতের নামের তালিকা প্রকাশ করেছে । সোমবার (৭ নভেম্বর ২০২২) পর্যন্ত সেই সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে পিএমওআই । এদিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এযাবৎ ২,০০০ জনের অধিক বিক্ষোভ প্রদর্শনকারীর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে । তাদের মধ্যে অর্ধেক মানুষ তেহেরানের বাসিন্দা ।।