এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৮ নভেম্বর : আফগানিস্তানে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীরা বিশ্বের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । বর্তমানে মস্কো সফরে রয়েছেন তিনি । মঙ্গলবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর বলেছেন,’আফগানিস্তানকে ভুলে যাওয়া উচিত নয় বিশ্বের । বিশ্ব আফগানিস্তানের সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের নিয়ে উদ্বেগ রয়েছে । আর তাঁদের উদ্বিগ্ন হওয়ার পিছনে যথেষ্ট কারণও আছে । কারন সন্ত্রাসবাদীরা আফগানিস্তানে খুব খোলামেলা এবং অবাধে কাজ করছে এবং এই দেশ থেকে এই অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করছে ।’
এছাড়া আফগানিস্তান থেকে যাতে কোনও সন্ত্রাসী হুমকি না থাকে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে প্রতিবেশীদের একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিয়েছেন জয়শঙ্কর । ভারতের বিদেশমন্ত্রী আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,’বিশ্বের অনান্য দেশগুলি এই বিষয়ে প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছে না।’
অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে আফগানিস্তান নিয়ে “মস্কো ফরম্যাট” সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং তালিবান সহ রাজনীতিবিদদের এই বিষয়ে অবহিত করা হবে । তিনি আরও বলেন,’অবশ্যই, আফগান সরকারের প্রতিনিধিদের বিষয়ে আমাদের কাছে কোন কিছু গোপন নেই । আমরা তালিবান এবং সে দেশের অন্যান্য রাজনৈতিক শক্তিকে বৈঠকের ফলাফল জানাব ।’ উল্লেখ্য, এর আগে আফগানিস্তানে রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ ঘোষণা করেছিলেন যে মস্কো বৈঠকে তালিবানের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে না ।।