• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে ম্যানেজ করবেন তৃণমূল সুপ্রীমো ?

Eidin by Eidin
November 8, 2022
in ব্লগ
দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে ম্যানেজ করবেন তৃণমূল সুপ্রীমো ?
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী : ডানপন্থী দলগুলোর প্রধান বৈশিষ্ট্য কি?- এটা যদি কোনো ক‍্যুইজের প্রশ্ন হয় তাহলে রাজনৈতিক সচেতন সবার উত্তর একটাই হবে – গোষ্ঠীদ্বন্দ্ব । এদেশের সবচেয়ে পুরনো ডানপন্থী দল হল কংগ্রেস । ১৮৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করার প্রায় শুরু থেকেই কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে। চরমপন্থী ও নরমপন্থী দ্বন্দ্ব দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত হয়। সুভাষ বনাম গান্ধীজীর বিরোধ তো সর্বজনবিদিত। ইতিহাসের প্রশ্নপত্রের কম্পালসারি প্রশ্ন। তবে সেই বিরোধ ছিল আদর্শগত বিরোধ। দেশের স্বাধীনতার পথ কেমন হবে সেটা নিয়ে বিরোধ। মত যাই হোক না কেন সবার লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। সেখানে ব্যক্তি স্বার্থ বা ক্ষমতা দখলের লড়াই ছিল না। যদিও ইতিহাসবিদদের মধ্যে এটা নিয়ে মতভেদ থাকতে পারে । তবে এখানে আমাদের আলোচ্য বিষয় গোষ্ঠীদ্বন্দ্ব।
বর্তমান গোষ্ঠীদ্বন্দ্ব পুরোপুরি ক্ষমতা দখলের লড়াই। কয়েকটি ব্যতিক্রম ছাড়া ডানপন্থী দলগুলোর নেতারা প্রত্যেকে নিজেকে অন্যের থেকে বেশি জনপ্রিয় মনে করে। অথচ বাস্তবে নিজের পরিবারের সদস্যদের ভোট হয়তো সে পায় না। তার ক্ষমতার উৎস হলো বাহুবল, বন্দুকের নল ও অর্থ। তৃণমূল কংগ্রেসও তার ব্যতিক্রম নয়।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে গোষ্ঠীদ্বন্দ্ব ছিলনা। বিপর্যয় শুরু হয় ২০১১ সালে ক্ষমতা লাভ করার পর থেকেই। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে সিপিএমের হার্মাদদের বিরুদ্ধে লড়াই করত ক্ষমতা লাভ করার পর এক শ্রেণির পদাধিকারীর মনোভাবটা পাল্টে গেলো। দলে নিজের পয়েন্ট বা গুরুত্ব বাড়ানোর তাগিদে ধীরে ধীরে দীর্ঘদিনের সহযোদ্ধাদের সরিয়ে দিয়ে অন্য দল বিশেষ করে সিপিএম থেকে আসা কর্মীদের সামনে নিয়ে এলো । এরা বুঝতেই পারল না বিপদের সময় প্রতিবেশীরাই পাশে থাকে অন্য কেউ নয়। দলের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্বের শুরু এবং অনেকের মতে এর আমদানি মুকুল রায়ের হাত ধরে । বর্তমানে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে স্বয়ং দলনেত্রী বলার পরেও পুরনোরা গুরুত্ব পাচ্ছে না। এটা ঠিক পুরনোরা সরবে নতুনরা আসবে। তার জন্যেই তৃণমূলে একগুচ্ছ নতুন প্রতিভাকে দেখা যাচ্ছে। গত বিধানসভা ভোটে তারা নিজেদের যোগ্যতাও প্রমাণ করেছে। তার জন্য পুরনোদের অবহেলা করার প্রয়োজন কোথায়?
সম্প্রতি তৃণমূলের সংগঠনের বেশ কিছু পরিবর্তন হয়েছে। বহু ক্ষেত্রে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর হয়েছে। প্রথমে অন্তত দশটি জেলার জেলা সভাপতি এবং পরে ধীরে ধীরে অনেক ব্লকের ব্লক সভাপতি পদের পরিবর্তন হয়েছে। বেশ কিছু জেলাকে সাংগঠনিক জেলা হিসাবে ভাঙা হয়েছে। দীর্ঘদিন পর পূর্ব বর্ধমানের তিনটি ব্লককে বীরভূমের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর হয়তো হবে পঞ্চায়েত ও বুথ স্তরের পরিবর্তন।
ব্লক সভাপতি পরিবর্তনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোথাও নিজের পচ্ছন্দ মত ব্লক সভাপতি হয়নি বলে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের গোঁসা হয়েছে। কোথাও বা ব্লক সভাপতি পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ পর্যন্ত হয়েছে। কোথাও আবার বিধায়ক নতুন সভাপতির পরিবর্তে পুরনো সভাপতির সঙ্গে কাজ করতে বেশি আগ্রহ দেখাচ্ছে। ফলে গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত সেই সব জায়গায় বয়ে চলেছে ।
মনে হয় অঞ্চল সভাপতি পরিবর্তনের সময় গোষ্ঠীদ্বন্দ্ব আরও ঘোরালো হবে। শোনা যায় বিভিন্ন এলাকার অঞ্চল সভাপতি মনোনয়নের সময় মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরিবর্তে নিয়োগ কর্তার প্রতি আনুগত্য বেশি গুরুত্ব পেয়েছে। ২০১৯ এর লোকসভা বা ২০২১ এর বিধানসভা ভোট পর্যালোচনা করলেই বিষয়টা পরিষ্কার হবে। এদের অধিকাংশ ২০১৬ সালের বিধানসভা ভোটের অনেক পরে তৃণমূলে যোগ দিয়েছে ও এসেই পদ পেয়েছে এবং দলের পুরনো দিনের কর্মীদের সঙ্গে দুর্ব‍্যবহার করেছে। এদের সামনে রেখে পঞ্চায়েত ভোট হলে বেশ কিছু পঞ্চায়েত নিশ্চিতরূপে তৃণমূলের হাতছাড়া হচ্ছে। এখন দেখার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিভাবে বিষয়টি সামাল দেয়।
নীচু তলার তৃণমূলের একশ্রেণীর নেতাদের আয়ের উৎস হল ১০০ দিনের কাজে দুর্নীতি, উপভোক্তাদের কাছ থেকে আবাস যোজনা বাবদ কাটমানি আদায় করা ও অবৈধ বালি খাদান। দুর্নীতির অভিযোগে কেন্দ্র সরকার অর্থ বন্ধ করে দেওয়ায় প্রায় ১৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না। ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। যদিও জানা যাচ্ছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে আলোচনার পর নাকি কেন্দ্র সরকার টাকা দিতে রাজি হয়েছে। যদি সত্যি হয় তাহলে এবার সরকার মনে হয় দুর্নীতিবাজ নেতাদের রাশ টেনে ধরবে। আবাস যোজনাতেও একই সমস্যা। কাজ করেও টাকা পাওয়া যাচ্ছে না। সিবিআইয়ের চাপে আগের মত বালি লুঠ হচ্ছে না। এই পরিস্থিতিতে নিজেদের পিঠ বাঁচানোর জন্য হয়তো ‘সুখের পায়রা’ অনেক তৃণমূল নেতা দায়িত্ব নিতে চাইবে না। সবই অনুমান। বাকিটা সময় বলবে। তবে দুর্নীতির রাশ টানতে না পারলে কংগ্রেসের মত তৃণমূল কংগ্রেসের নামও এই রাজ্যে ইতিহাসের পাতায় উঠে যাবে ।।

Previous Post

তালিবান যোদ্ধাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পালন ও সুগন্ধি মাখার পরামর্শ দিলেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান

Next Post

দুয়ারে সরকারের সরকারী ফর্ম কেউ বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে-জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী

Next Post
দুয়ারে সরকারের সরকারী ফর্ম কেউ বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে-জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী

দুয়ারে সরকারের সরকারী ফর্ম কেউ বিক্রি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে-জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী

No Result
View All Result

Recent Posts

  • দলের “চৌর্যবৃত্তি” নিয়ে ফের সরব হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ; ভোটের ঠিক মুখেই চরম অস্বস্তিতে শাসকদল 
  • এক বছরে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ভারতীয় খেলোয়াড় : শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাত কোহলি
  • প্রধানমন্ত্রী মোদীকে বেলুচিস্তানের সর্বোচ্চ সম্মান দেবে বেলুচ লিবারেশন আর্মি 
  •  কেন উপনিষদ্ (তৃতীয়ঃ খন্ড)  : ইন্দ্রিয় ও মনের ঊর্ধ্বে চূড়ান্ত শক্তি বিদ্যমান, যা সবকিছুকে শক্তি জোগায়
  • ফিলিস্তিনপ্রেমী সিপিএম-তৃণমূল- কংগ্রেস বাংলাদেশের দীপু দাসের নির্মম হত্যায় চুপ, সেকুলারিজমের নামে কতদিন চলবে এই “ভন্ডামি” ? 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.