এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ নভেম্বর : গায়ে ময়লা চিকুটি পোশাক,মাথায় নোংরা পাগড়ি,এক মুখ দাড়ি,হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে তালিবান সেনারা । এদিকে দেশের অভ্যন্তরে চলছে অসন্তোষ । মাঝে মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিক্ষোভের খবর । সেই সঙ্গে প্রায় দিনই ইসলামি স্টেট জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটাছে । তার উপর তালিবান বিরোধী গোষ্ঠী পাবলিক রেজিস্ট্যান্স ফোর্সের লাগাতার হামলা তো লেগেই আছে । ফলে পোশাক বদলানো দূরের কথা, প্রায় দিনই স্নান করা হয়ে ওঠে না তালিবান সেনাদের । ফলে দূর্গন্ধ যুক্ত পোশাকেই দায়িত্ব সামলাতে হচ্ছে তাদের । এমন পরিস্থিতিতে তালেবান সেনাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা পালন করতে পরামর্শ দিল তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ।
রবিবার তালিবান সেনাদের সঙ্গে বৈঠকে তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন,আপনারা পরিষ্কার-পরিচ্ছন্নতা পালন করুন । পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এর যত্ন নিন এবং সুগন্ধি ব্যবহার করুন ।’ সম্ভবত বৈঠকের সময় নিজেদের গোষ্ঠীর সেনাদের শরীর থেকে দূর্গন্ধ পেয়েই তিনি এই পরামর্শ দিয়েছেন বলে মনে করা হচ্ছে । তবে হাক্কানি কোন বৈঠকে এসব বক্তব্য দিয়েছেন তা স্পষ্ট নয় ।
তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান এমন সময় সেনাদের এই পরামর্শ দিলেন যখন তালিবানরা সম্প্রতি তাদের বাহিনীর জন্য একটি বিশেষ ইউনিফর্ম নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে । উল্লেখ্য, তালিবানদের অদ্ভুত পোশাক এবং চেহারা সর্বদা মানুষের দৃষ্টি আকর্ষণ করে ।।