এইদিন ওয়েবডেস্ক,০৮ নভেম্বর : মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে । জিএম বিড়লা প্রত্নতাত্ত্বিক এবং জ্যোতির্বিদ্যা বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে যে এদিন চন্দ্রগ্রহণ ঘটবে ।অরুণাচল প্রদেশের ইটানগরে প্রথম দেখা যাবে এই গ্রহণ । পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার এই ঘটনাকে পেনামব্রাল গ্রহন বলা হয় । হায়দরাবাদ, গুয়াহাটি এবং কলকাতা থেকে এই গ্রহন আংশিকভাবে দেখা যাবে । জ্যোতিবিজ্ঞানীরা জানিয়েছেন,এক সময় চাঁদটিকে লাল রঙে দেখা যাবে, এটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে,ইতিমধ্যে গ্রহণের সূতক কালও শুরু হয়ে গিয়েছে । সূতক কাল শুরু থেকে গ্রহণ চলা পর্যন্ত গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে । এছাড়া মেষ রাশিতে গ্রহন ঘটায় তাই এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে । দেশের বিভিন্ন মন্দির এদিন সকাল ৮ টার পর থেকে মন্দির বন্ধ রাখা হয়েছে । জিএম বিড়লা প্রত্নতাত্ত্বিক এবং জ্যোতির্বিদ্যা বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে,পরবর্তী চন্দ্রগ্রহণ আগামী বছরের ৬ মে ঘটবে, এটিও একটি পেনামব্রাল গ্রহন হবে ।।