এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৭ নভেম্বর : ব্রিটেনে দুই ব্যক্তির শরীরে প্রয়োগ করা হল পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত । সোমবার (৭ নভেম্বর ২০২২) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি । প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্লাড এন্ড ট্রান্সফিউশন বিভাগে ব্রিস্টল, ক্যামব্রিজ ও লন্ডনের গবেষক দল এনিয়ে কাজ করছেন । ফুসফুস থেকে যেসব লোহিত রক্ত কণিকা পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করে তা নিয়েই মূলত করা হচ্ছে এ গবেষণা । গবেষণার লক্ষ্য হলো বিরল গ্রুপের রক্ত কৃত্রিমভাবে উৎপাদন করা ।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক অ্যাশলি টয় বলেন,’কিছু কিছু রক্তের গ্রুপ এতটাই বিরল যে পুরো যুক্তরাজ্যে মাত্র ১০ জনের শরীরে পাওয়া যায় । এই গবেষণা সফল হলে, যাদের রক্তের গ্রুপ বিরল, রক্তদাতা না পেলে তাদের আর প্রাণ হারাতে হবে না ।’ তিনি জানান,পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত আপাতত দু’জনের শরীরে প্রয়োগ করা হয়েছে । তাদের রক্তে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ মেশানো হয়েছে, যাতে করে তা কতদিন মানুষের শরীরে থাকে তা পর্যবেক্ষণ করা যায় । আগামী দিনে কমপক্ষে ১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে এই পরীক্ষা করা হবে বলে তিনি জানান ।।