এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০৭ নভেম্বর : পলাতক অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীকে প্রত্যর্পণের অনুমতি দিল ব্রিটিশ আদালত । সোমবার ব্রিটেনের ওয়েস্টমিনস্টার আদালত এই রায় দিয়েছে । অর্থ পাচার মামলায় সঞ্জয় ভান্ডারিকে খুঁজছিল সিবিআই এবং ইডি । তবে গ্রেফতার হওয়ার আগেই ব্রিটেনে পালিয়ে যান তিনি । তাকে ভারতে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছিল ভারত । এরপর ২০২০ সালের ১৬ জুন তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ভান্ডারির প্রত্যর্পণের অনুরোধ গ্রহণ করেছিলেন ।২০২০ সালের ১৫ জুলাই তাকে গ্রেফতার করা হয় ।তাঁর পাসপোর্ট জমা, সেন্ট্রাল লন্ডনে গৃহবন্দি করা এবং নিকটস্থ থানায় প্রতিদিন উপস্থিত হওয়া সহ ৭ দফা শর্ত সহ ১.২০ লক্ষ পাউন্ডের জামিনে আদালত তাকে জামিন দিয়েছিল তখন ।
এদিন লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার শুনানি হয় । বিচারক মাইকেল স্নো তাঁর রায়ে জানিয়েছেন, সঞ্জয় ভান্ডারীকে প্রত্যর্পণের ক্ষেত্রে কোনও বাধা নেই এবং তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রায়ের কপি পাঠানো হয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যানের কাছে ।
এদিকে এই রায়ের পরেই সঞ্জয় ভান্ডারীর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রার যোগসূত্রের বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । ভাদ্রার বিরুদ্ধে অভিযান তিনি লন্ডনে ভান্ডারির কাছ থেকে খুব সস্তা দামে একটি বাংলো কিনেছিলেন । বিষয়টি তদন্ত করছে ইডি । যদিও ভাদ্রা জানিয়েছিলেন যে ভান্ডারির সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক নেই ।।