এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৭ নভেম্বর : পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনী নিয়ে নির্মিত ছবি “আদি পুরুষ”-এর টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে । বিশেষ করে হনুমানের চরিত্রভিনেতা এবং লঙ্কেশ রাবনের ভূমিকায় সইফ আলি খানের মুখে অনেকাংশে মৌলবীদের মত গোঁফ কাটা দাড়ি দেখে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন দেশের হিন্দুত্ববাদীরা । এছাড়া রামের ভূমিকায় অভিনয় করা দক্ষিণের তারকা প্রভাসের শরীরে চামড়ার বেল্ট বাঁধা হয়েছে বলে অভিযোগ । পাশাপাশি প্রভাসের অনেক ভক্তের অভিযোগ সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টগুলি ভাল নয় এবং দেখতে কার্টুনের মতো । একারনে তারা পরিচালক এবং প্রযোজকের উপর ক্ষিপ্ত হয়েছেন । এই সমস্ত ত্রুটি সংশোধন না করলে ছবিটি বয়কট করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সিনেমাপ্রেমীদের একটা অংশ ।
সেই কারনে সিনেমাটি ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল । ছবিটির মুক্তির পরবর্তী দিন ঘোষণা করেছেন পরিচালক ওম রাউত । সিনেমাটি ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে বলে তিনি জানিয়েছেন । জানা গেছে, বিতর্কের কারনে ছবির ভিজ্যুয়াল এফেক্ট নিয়ে কাজ করবে ছবির টিম । গ্রাফিক্সের জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ হতে চলেছে বলে খবরও শোনা যাচ্ছে । ছবিটিতে কৃতী সানান সীতার ভূমিকায় অভিনয় করেছেন । লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিং। টি সিরিজ প্রযোজিত বিশাল বাজেটে টি এই সিনেমার সঙ্গীত দিচ্ছেন অজয় অতুল ।।