এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : আল-কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) এবং আনসারুল্লাহ বাংলা টিমের এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । ধৃতের নাম মনিরুদ্দিন খান(২০) । সে ভুয়া শংসাপত্র তৈরিতে পারদর্শী বলে জানিয়েছে পুলিশ । ধৃত জঙ্গি ওই দুই সন্ত্রাসবাদী সংগঠনের জন্য লোক নিয়োগের কাজ করত । ধৃতকে আদালতে পেশ করা হলে ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,চলতি বছরের ১৪ জুলাই গ্রেপ্তার হওয়া এক সন্ত্রাসীবাদীকে জেরা করে মনিরুদ্দিন খান সম্পর্কে জানতে পারে পুলিশ । তারপর থেকে
কলকাতা পুলিশের এসটিএফ গোপনে তার উপর নজর রাখছিল । ধৃত মনিরুদ্দিন শুধু আল-কায়েদা ও আনসারুল্লাহ বাংলা টিমের উপমহাদেশীয় শাখার জন্য সন্ত্রাসবাদীদের নিয়োগ করতেই সাহায্য করছিলেন না,পাশাপাশি ওই দুই কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনকে লজিস্টিক সহায়তাও দিচ্ছিল । ধৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।।