এইদিন ওয়েবডেস্ক,ডোডোমা,০৭ নভেম্বর : তানজানিয়ায় অবতরণের সময় বিধ্বস্ত হল একটি যাত্রীবাহী বিমান । বিমানটি হ্রদের মধ্যে পড়ায় ১৯ জনের সলিল সমাধি হয়েছে বলে খবর । তবে আরও ২৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । বিমানটি প্রিসিজন এয়ারলাইন্সের । রবিবার বুকোবাতে অবতরণের সময় দূর্ঘটনার কবলে পড়ে বিমানটি । কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগল বলেছেন, বিমানটি প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) উচ্চতায় থাকাকালীন খারাপ আবহাওয়ার কারণে সমস্যাটি হয়েছিল । বৃষ্টির মধ্যে বিমানটি হৃদের জলে পড়ে যায় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার কাজ চলছে ।
আফ্রিকার বৃহত্তম হ্রদ ‘লেক ভিক্টোরিয়া’ বুকোবা বিমানবন্দর রানওয়ের কাছেই অবস্থিত । প্রিসিজন এয়ারলাইন্সের ওই বিমানটি দার এস সালাম থেকে মাওয়ানজা হয়ে বুকোবা যাচ্ছিল । কিন্তু বুকোবায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি এবং বিমানবন্দরের কাছে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয় । তানজানিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিল। এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর বাইরে বিমানে দু’জন পাইলটও ছিল বলে রিপোর্টে বলা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকর্মীরা হ্রদ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে । তবে ১৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।।