দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : নিয়ম মেনে বাড়ি নির্মান করতে বলায় ইঁট দিয়ে পুরসভার এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘোষহাট রামকৃণপল্লি এলাকায় । আহত পুরকর্মী সৈকত ঘোষকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অসিত তালুকদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুরসভা সুত্রে খবর, বাড়ি নির্মানের সময় চারপাশে নির্দিষ্ট পরিমান জায়গা ছেড়ে রাখা নিয়ম । কিন্তু অসিত তালুকদার তা না করে উলটে এক প্রতিবেশীর কিছুটা পরিমান জায়গা চাপিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ । এনিয়ে প্রতিবেশী পরিবারগুলির সঙ্গে তাঁর অশান্তি চলছিল । সম্প্রতি স্থানীয় বাসিন্দারা অসিত তালুকদারের বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানান । তার ভিত্তিতে এদিন এদিন পুরসভার কর্মীসুমন দাস, সৈকত ঘোষ, কাউন্সিলর ফাল্গুনী মুখোপাধ্যায়সহ কয়েকজন ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে গিয়েছিলেন ।
জানা যায়,তখন পুরকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অসিতবাবু । আর তার মাঝে একটি ইঁট দিয়ে সৈকত ঘোষের মাথায় সজোরে আঘাত করে দেন তিনি । সৈকতবাবুর মাথা ফেটে রক্তারক্তি হয়ে যায় । কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছে অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে পুরসভায় ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আসেননি । তাই এদিন সরেজমিনে বিষয়টি দেখতে যাওয়া হয়েছিল । আর তখনই এক পুরকর্মীর মাথা ফাটিয়ে দেন ওই ব্যক্তি । ঘটনার পর এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ।’।