এইদিন ওয়েবডেস্ক,দেগঙ্গা(উত্তর ২৪ পরগনা),০৬ নভেম্বর : উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা সহি সুলতানার নির্মীয়মাণ বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে রবিবার সকালে । বিস্ফোরণে ২ জন নির্মান শ্রমিক গুরুতর জখম হয়েছে । আহতদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ । তল্লাশি চালিয়ে পুলিশ আরও ৩ টি তাজা বোমা উদ্ধার করেছে ।
জানা গেছে,অন্যান্য দিনের মতো রবিবার সকালেও সহি সুলতানার নির্মীয়মাণ বাড়িতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রিরা । বাড়ির সিঁড়ির নিচের বালি কোদাল দিয়ে চাড়িয়ে সমান করছিল ২ শ্রমিক । সেই সময় বালিতে পুঁতে রাখা বোমায় কোদালের ঘা পড়তেই বিস্ফোরণ হয় । দুই শ্রমিকই গুরুতর জখম হন । আশপাশের লোকজন বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে । তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । পঞ্চায়েত নির্বাচনের আগেই এভাবে বোমা সংস্কৃতি ফিরে আসায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।