এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৬ নভেম্বর : নিম্ন মনোবল এবং যুদ্ধে আগ্রহী নয় এমন সেনা যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাদপসরণ করলেই গুলি করে মারার নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এমনই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় । তারা জানিয়েছে, ইউক্রেনে যে সমস্ত রুশ সেনা মোতায়েন রয়েছে সেখান থেকে পশ্চাদপসরণ করা সৈন্যদের গুলি করে হত্যা করা হচ্ছে । প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন মনোবল এবং যুদ্ধে অনিচ্ছুক সৈন্যদের চিহ্নিত করতে ‘অবরোধ বাহিনী’ বা ‘অবরোধ ইউনিট’ গঠন করা হয়েছে । আর এই ইউনিটগুলি পশ্চাদপসরণ কারী সৈন্যদের গুলি করে মারছে । অতীতের কিছু যুদ্ধে এই ইউনিটকে ব্যবহার করা হয়েছিল বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি । মন্ত্রণালয় আরও বলেছে যে রুশ জেনারেলরা তাদের কমান্ডারদের ইউক্রেনে বসবাসকারী মানুষের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে বলেছে ।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাদের মধ্যে দুর্বল আত্মবিশ্বাসের দিকেও ইঙ্গিত করা হয়েছে । ইউক্রেন বাহিনীর দ্বারা পূর্ব ডোনেটস্ক অঞ্চলের লাইমান শহর পুনঃদখলের পর রুশ সৈন্যদের মনোবলে চিড় ধরতে দেখা গিয়েছিল বলে মন্ত্রকের দাবি । মন্ত্রণালয় জুনে বলেছিল যে রুশ সৈন্যদের আদেশ প্রত্যাখ্যান করার ঘটনাও ঘটেছে। এর ফলে অফিসার এবং তাদের সৈন্যদের মধ্যে সশস্ত্র স্থবিরতার সৃষ্টি হচ্ছে । ইউক্রেন বেশ কয়েকটি রুশ সেনার ফোন কল ট্রাক করেছিল । তাতে রাশিয়ান নেতৃত্বের বিরুদ্ধে সৈন্যদের সরব হতে শোনা গেছে । সৈন্যদের বলতে শোনা গেছে, তিনি আহত হতে চান যাতে তিনি দেশে ফিরে যেতে পারেন । এমনকি কিছু তরুণ ইউক্রেনের সাথে যুদ্ধ এড়াতে আহত অবস্থায় রাশিয়ায় চলে গেছেন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ।।