এইদিন ওয়েবডেস্ক,কাতার,০৫ নভেম্বর : কাতার সিকিউরিটি ব্যুরো ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করেছে । বিবিসির উর্দু বিভাগের একটি প্রতিবেদনে এই দাবি করে বলা হয়েছে,নৌবাহিনীর প্রাক্তন এই কর্মকর্তারা আল-জাহিরা আল-আলামি কনসালটেন্সি অ্যান্ড সার্ভিসেস নামে একটি কাতারি কোম্পানিতে কর্মরত ছিলেন । তারা কাতার নৌবাহিনীকে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের কাজ করেন । তবে এই গ্রেপ্তারির কারণ এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে ।
প্রতিবেদন অনুযায়ী, ডাঃ মিতু ভার্গৌ নামে একজন মহিলা গত ২৫ অক্টোবর একটি টুইট করে ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন আধিকারিকের গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আনেন । তিনি টুইটে জানান,ওই ৮ জনকে দোহায় অবৈধভাবে ৫৭ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে । তাঁদের অবিলম্বে মুক্ত করে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই মহিলা । তিনি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রীকে ট্যাগও করেছেন ।
রিপোর্ট অনুযায়ী,বৃহস্পতিবার একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি প্রাক্তন নৌবাহিনীর আধিকারিকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেছেন, কাতারে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে আমরা অবগত আছি। কাতারে ভারতীয় দূতাবাস কাতারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। দূতাবাসের কর্মকর্তাদের আটক ভারতীয় নাগরিকদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল ।
বাগচি আরও বলেছেন, নৌবাহিনীর প্রাক্তন ওই সমস্ত কর্মীদেরও তাদের পরিবারের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল। আমরা এই নাগরিকদের সাথে দেখা করার জন্য আরেকটি কনস্যুলার অ্যাক্সেসের অনুরোধ করেছি। আমাদের দূতাবাস ও মন্ত্রণালয় এসব কর্মকর্তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। তাদের দ্রুত মুক্তি এবং ভারতে ফেরার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ।’তবে কি অপরাধে এসব কর্মকর্তাকে কাতারে গ্রেফতার করা হয়েছে এবং তাদের একজন ছাড়া বাকিদের নাম বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জানাননি বলে প্রতিবেদনে বলা হয়েছে ।।