এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০৪ নভেম্বর : বার্ধক্য গ্রাস করেছে বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে । সেভাবে তাঁকে আর সিনেমাতে দেখাও যায় না । কিন্তু আশির দশকে মিঠুনের সুপারহিট ছবি ‘ডিসকো ডান্সার’ ফের একবার শিরোনামে চলে এসেছে । ছবির গল্প, মিঠুন চক্রবর্তীর অনবদ্য অভিনয় এবং তাঁর নতুন স্টাইলের নাচ মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দর্শকদের । বিশেষ করে ছবিটিতে বাপ্পি লাহেরির সুর করা গানগুলো দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল । গানগুলো যে আজও সমান জনপ্রিয় তার প্রমান প্রতিবেশী রাষ্ট্র চীন ৷ হঠাৎ করেই ‘ডিসকো ডান্সার’ এর আইকনিক গান ‘জিমি জিমি আজা আজা’ গানটি চীনের মানুষের মুখে মুখে ফিরছে । তবে তাঁরা এই গানটিকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার করেছেন ৷ চীনের দুটি অ্যাপ্লিকেশন ডউইন (Douyin) ও টিকটক (TikTok) -এ হাতে থালা বাটি নিয়ে ব্যাকগ্রাউন্ডে ‘জিমি জিমি আজা আজা’ গান বাজিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে চীনা মহিলা ও শিশুদের ৷ বলা হচ্ছে এভাবেই তারা চীন সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ।
উল্লেখ্য,করোনা পরিস্থিতি আরও একবার গুরুতর আকার ধারন করেছে চীনে । সেই কারনে কঠোর জিরো-কোভিড নীতি কার্যকর করেছে সরকার । কারোর মধ্যে কোভিড পজিটিভ লক্ষণ ধরা পড়লেই ততক্ষনাৎ তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে । এদিকে আকস্মিক লকডাউন, করোনার গণপরীক্ষা এবং চলাচলে নিষেধাজ্ঞার মতো কঠোর নিয়মকানুনের কারনে শি জিনপিং সরকারের ওপর বিরক্ত সাধারণ মানুষ । আর তাদের বিরক্তির প্রকাশ ঘটাচ্ছে ‘ডিস্কো ডান্সারের’ ‘জিমি জিমি আজা আজা’ গানের মধ্য দিয়ে ।
চীনারা ‘আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও’ এই অর্থে ব্যবহার করছে ‘জি মি, জি মি’ গানটি । গানের সঙ্গে খালি পাত্র দেখিয়ে চীনা নাগরিকরা বলছে যে এই কঠোর লকডাউন পরিস্থিতিতে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অভাব রয়েছে । তাই তাদের খাবার দিক সরকার ।।