এইদিন ওয়েবডেস্ক,আজমগড়,০৪ নভেম্বর : মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের আজমগড় জেলার বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা পাপ্পু খানসহ ২ জন । পুলিশ জানিয়েছে,অপরজনের নাম শিবলি পেহলওয়ান । ধৃতরা জাহানাগঞ্জ থানা এলাকার বাসিন্দা । ঘটনাটি বৃহস্পতিবারের (৩ নভেম্বর ২০২২) বলে জানা গেছে ৷ আজমগড়ের এসপি অনুরাগ আর্য বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওতে কয়েকজনকে আপত্তিকর শ্লোগান দেয় বলে অভিযোগ । মিছিলটি পাপ্পু খানের সমর্থনে বের করা হয়েছিল । ভিডিও পরীক্ষা করে পাপ্পু খান ও খুরশিদ আহমেদের ছেলে শিবলি পেহলওয়ানকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে । ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । বিতর্কিত ভিডিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’ তিনি আরও বলেছেন,’ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে । মিছিলের অনুমতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে । যদি বিনা অনুমতিতে মিছিল করা হয়ে থাকে তাহলে এফআইআরে অতিরিক্ত ধারা সংযুক্ত করা হবে ।’ ঘটনায় যুক্ত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আজমগড় জেলার জাহানাগঞ্জ থানার অন্তর্গত একটি শহরে নাগরিক নির্বাচন হতে চলেছে । সেই কারনে বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টির নেতারা একটি বৈঠকের আয়োজন করেছিলেন । নগর পঞ্চায়েত সভাপতি পদের প্রার্থী পাপ্পু খান ওই বৈঠকে সভাপতিত্ব করেন । সভা শেষে তিনি তার সমর্থকদের নিয়ে মিছিল বের করেন । মিছিলে মুবারকপুরের প্রাক্তন বিএসপি বিধায়ক গুড্ডু জামালিও সামিল হয়েছিলেন বলে জানা গেছে । আর সেই মিছিলেই ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে আজমগড় পুলিশ । শুক্রবার পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয় ।।