এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পুর্ব বর্ধমান),০৩ নভেম্বর : চাকরির টোপ দিয়ে কুপ্রস্তাবের অডিও ক্লিপ ভাইরালের পর এনিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হতেই পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শাসকদল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । শিশিরবাবুকে পদ অব্যাহতি দিল দল । তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া একটি চিঠি বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২) বিকেলে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে খবর । শীর্ষ নেতৃত্বের পাঠানো চিঠির কথা স্বীকারও করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘শিশির বাবুকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে । পরে যদি তিনি নিজেকে নির্দোষ প্রমানিত করতে পারেন তখন বিষয়টি পুর্নঃবিবেচনা করে দেখা হবে ।’ অন্যদিকে শিশিরবাবু বলেন,’দলের নির্দেশমত আমি পদত্যাগ করবো । পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের জন্য আমি কাটোয়া থানায় আবেদন জানিয়েছি ।’
প্রসঙ্গত,বুধবার ৩০ মিনিটের একটি অডিও ভিডিও কলের একটি ফাইল ভাইরাল হয় এলাকায় । ফাইলটিতে একাধিক সময়ের কথোপকথনের রেকর্ড রয়েছে । একটি হোয়াটসঅ্যাপে ভিডিও কল রয়েছে ৷ সেই ভিডিও কলে স্পষ্ট দেখা গেছে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডলকে । ভাইরাল ফাইলটি আসলে এক মহিলা ও পুরুষের কথপোকথন । কথপোকথনের একটা সময় মহিলাকে বলতে শোনা যায়,’কাকু,আপনি তো দাঁইহাট পুরসভার চেয়ারম্যান । অনেক ক্ষমতা আপনার । আমায় একটা কাজের ব্যবস্থা করে দিন না ।’ এর উত্তরে ওই পুরুষ তাঁকে সহবাসের প্রস্তাব দেন । এর বিনিময়ে ২০ হাজার টাকা দেওয়ার কথাও বলেন । মেয়েটিকে কৃষ্ণনগরের একটি লজে যাওয়া প্রস্তাব দেওয়া হয় । এর বাইরে মেয়েটির সঙ্গে একাধিক বার অত্যন্ত নোংরা ভাষায় কথা বলতে শোনা যায় ওই পুরুষটিকে ।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর তোলপাড় পরে যায় এলাকায় । এমন অশ্লীল ভাষায় এক মহিলার সঙ্গে কথা বলায় নিন্দায় সরব হন এলাকার প্রতিটি মানুষ । বুধবারেই এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ‘এইদিন’-এ । এদিকে ওই ভাইরাল অডিও ভিডিও ফাইলটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যায় বলে দলীয় সুত্রে খবর । আর তারপরেই তিনি ২০১৮ সাল থেকে দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলানো শিশির কুমার মন্ডলকে পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে জেলা নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠান বলে জানা গেছে ।।