এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ নভেম্বর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই- ইনসাফের প্রধান ইমরান খানকে গুলি করে মারার চেষ্টা হল । বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি । গুরুতর যখন অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।
পাকিস্থান মিডিয়া সুত্রে জানা গেছে,নতুন করে নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছেন পিটিআই প্রধান ইমরান খান ।সেই লক্ষ্যে দেশজুড়ে তিনি একের পর এক জন সমাবেশ করছেন । গত ২৫ মে ইসলামাবাদ অভিমুখে প্রথম লংমার্চের কথা ঘোষণা করেছিলেন । তবে সরকারে বাধায় কর্মসূচি সহিংস রূপ নিলে মাঝপথেই তিনি কর্মসূচি স্থগিত করেন দেন । সম্প্রতি একাধিক উপনির্বাচনে জয়ের পর উজ্জীবিত ইমরান খান গত সপ্তাহে আবারও ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করার ঘোষণা করেন। লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে লংমার্চের উদ্বোধন করেছিলেন স্বয়ং পিটিআই চেয়ারম্যান ।
জানা গেছে,এদিন পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে একটি নির্বাচনে বক্তব্য রাখছিলেন ইমরান খান । সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী । এক সমর্থক ওই বন্দুকধারীকে ধরে ফেলে । গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর পায়ে এসে লাগে । প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন । বন্দুকধারীর আরও একটি গুলি এক পিটিআই সমর্থকের গায়ে লেগেছে বলে জানা গেছে ।।