এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৩ নভেম্বর : বাংলাদেশের চট্টগ্রামের মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে খুনের মামলায় ৩ আসামির ফাঁসি বহাল রেখেছেন বাংলাদেশ হাইকোর্ট । অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত । মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল জুনায়েদ আহমেদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন ও মাহাবুব আলী খান ড্যানি । খালাস পাওয়া আসামিরা হল শাহাদাত হোসেন সাজু এবং শাহ সেলিম টিপু । বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২ ) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ।
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ-লেভেলের ছাত্র ছিলেন হিমাদ্রি মজুমদার হিমু । ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৭ এপ্রিল সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে । ওইদিন ৫ আসামি মিলে হিমুকে রাস্তা থেকে তুলে একটি ভবনের চারতলায় নিয়ে যায় । তারপর ওই নরপশুর দল একটি হিংস্র কুকুরকে হিমুর দিকে লেলিয়ে দেয় । কুকুরটি হিমুর শরীরের বিভিন্ন অংশের মাংশ খুবলে খায় । তারপর তাঁকে রক্তাক্ত অবস্থায় চারতলা থেকে নিচে ছুড়ে ফেলে দেয় ওই ৫ দুষ্কৃতী । ঘটনার পর হিমাদ্রিকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান তিনি । হিমাদ্রীর মামা অসিত দাস ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছিলেন ।
এই নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত শাহ সেলিম টিপু ও তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদসহ পাঁচজনকে দোষী সব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল চট্টগ্রাম মহানগর দায়রা আদালত । এদিন ৫ জনের মধ্যে ৩ জনের সেই সাজাই বহাল রাখলো হাইকোর্ট ।।