এইদিন ওয়েবডেস্ক,০৩ নভেম্বর : ভারতের কাছে হেরেও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে প্রতিবেশী বাংলাদেশ । কিন্তু যার ব্যাটিংয়ের ভরসায় আজ বাংলাদেশ এই স্বপ্ন দেখছে সেই ‘হিন্দু’ ব্যাটসম্যান লিটন দাসকেও নিস্তার দেয়নি জিহাদিরা । তারা লিটনকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য পরামর্শ পর্যন্ত দিয়েছিল । লিটনের অপরাধ ছিল তিনি পবিত্র মহালয়ের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন । অনেক জিহাদি হিন্দু ধর্মাচারণকে হাসির খোরাক করার উদ্দেশ্যে পোস্টের মেসেজ সেকশনে হাসির ইমোজি দিয়েছিল । এমনকি ইসলাম গ্রহনের পরামর্শও দেওয়া হয় বাংলাদেশের এই প্রতিভাবান খেলোয়াড়কে ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ রানে হেরে যায় বাংলাদেশ । কিন্তু নিজের প্রতিভা গুণে সকলের নজর কেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র হিন্দু খেলোয়াড় লিটন দাস ৷ অ্যাডিলেড ওভালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রীতিমতো রূপকথার জন্ম দিচ্ছিল লিটন দাসের যাদুকরি ব্যাটিং । মাত্র ২৭ বলে তিনটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে ৬০ রানের অনবদ্য এক ইনিংশ উপহার দিয়েছিলেন লিটন । কিন্তু তিনি আউট হওয়ার পর ৫৪ বলে ৮৫ রান টার্গেট টপকাতে পারেনি বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা । ৫ রান আগে থমকে যায় তাদের ইনিংস । কিন্তু হারলেও লিটন দাসের ব্যাটের ভরসায় আজও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ ।
অথচ এই লিটন দাসকেই নিজের দেশের জিহাদিরা এক সময় টার্গেট করেছিল । আসলে চলতি বছরে মহালয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন লিটন । দেবী দূর্গার ছবি পোস্ট করে তিনি দেশবাসীকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন । আর এতেই তিনি বাংলাদেশের কট্টরপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন । ফিরদৌস খান নামে এক কট্টরপন্থী কমেন্ট বক্সে লিখেছিল,’এই যে পায়ের ছাপগুলো এগুলো কোনো একজনের পায়ের ছাপ । এই যে মূর্তি এটাও কারোর হাতে তৈরি । আবার এই মূর্তি নাকি তাদের সৃষ্টি করেছে…..আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন ।’ মহম্মদ সাহেদ তালুকদার নামে আর এক জিহাদি লিখেছে,’ইসলামে মূর্তিপুজা হারাম ও জাহান্নামি । সবাইকে আল্লাহ হেদায়াত নসিব করুন । ইসিলামের ছায়ায় জায়গা দিন আমিন ।’
তবে গুটিকয়েক কট্টরপন্থীরা হিন্দু ধর্মাচারণের বিরুদ্ধে মত প্রকাশ করলে লিটন দাসের অনেক মুসলিম ফলোয়ার্স তাঁকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন । আর স্বজাতীয়দের এই শুভেচ্ছায় বেজায় ক্ষুব্ধ হয়েছে মহম্মদ মুক্তার হোসেন নামের মত কয়েকজন জিহাদি । লিটনকে শুভেচ্ছা জানানো মুসলিমদের উদ্দেশে মুক্তার লিখেছে,’এই পোস্টে কিছু মুসলমান নাম ধারী লোক
দেখতাছি মহালয়া মহালয়া বলে শুভেচ্ছা
জানাচ্ছে । এটা একদম ইসলাম বিরোধী । ইসলাম
এটাকে কখনো সমর্থন করে না। এসব বাক্যগুলো শির্কের পর্যায়ে পড়ে। মুসলিম হয়ে এসব বাক্যগুলো ব্যবহার মোটেও কাম্য নয়। যারা সনাতন ধর্মের লোক তারা ব্যবহার করুক তাতে আমাদের কোন অসুবিধা নাই। কিন্তু আপনারা মুসলমান হয়ে এ ধরনের বাক্য ব্যবহার মোটেও কাম্য নয়। ধর্ম যার যার উৎসব ও তার তার এটাকে একত্রে করার কোন সুযোগ নাই ।’।