এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৩ নভেম্বর : বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালানোয় এবার ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র । ইরানকে জাতিসংঘের মহিলা কমিশন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । বুধবার (২ নভেম্বর ২০২২) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, তাঁর দেশ ইরানকে নারীর মর্যাদা সম্পর্কিত জাতিসংঘ কমিশনের সদস্য পদ থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর । তিনি বলেন,’নিজেদের অধিকারের জন্য যে সমস্ত নারী ও মেয়েরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছে তাদের উপর নিষ্ঠুর ব্যবহার করার পরে ইরান এই কমিশনে সদস্য হওয়ার যোগ্যতা হারিয়েছে ।’
আমেরিকা যখন জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশন থেকে ইরানের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে, তখন এই কমিশন থেকেই ইরানের সদস্যপদ বাতিলের প্রচারণা শুরু হয়েছে কয়েকদিন ধরে । উল্লেখ্য,২২ বছরের তরুণী মাহাসা আমিনিকে পুলিশ পিটিয়ে মারার পর থেকে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে । বিগত দুই মাস ধরে চলা এই বিক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের উপর রীতিমতো নিপিড়ন শুরু করেছে ইরানি পুলিশ । গুলি চালিয়ে নির্বিচারে খুনেত পাশাপাশি বিক্ষোভকারীদের গ্রেফতার করে বিচারের নামে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হচ্ছে । আর এভাবে জনগণের বিক্ষোভ দমনের কারণে ইরান সরকারকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ।।