এইদিন ওয়েবডেস্ক,০১ অক্টোবর : ব্লকবাস্টার হয়ে উঠেছে ১৬ কোটির কন্নড় ছবি কান্তারা (Kantara)। ছবিটি মুক্তির পর ১৬ তম দিনেও উপার্জন করেছে ১.৮৮ কোটি টাকা । তাও তেলেগু রাজ্যে । ছবিটির নায়ক ঋষভ শেট্টির নাম পর্যন্ত শোনেনি দর্শকরা । সেভাবে প্রচারও ছিল না । মুখে মুখে যেটুকু প্রচার আর শুধুমাত্র বিষয়বস্তুর ভরসায় বক্স অফিসে বাজিমাৎ করেছে এই ছবিটি । যিনি কান্তারার তেলুগু অনুবাদের স্বত্ব নিয়েছেন সেই আল্লু অরবিন্দ,তিনি ছবিটির প্রযোজকও,ইতিমধ্যেই প্রায় ২০ কোটি টাকা আয় করেছেন ।
এদিকে সিনেমাটির কালেকশন দিন দিন বাড়ছে । উইকএন্ড এলে কান্তরা নতুন সিনেমার চেয়ে বেশি কালেকশন করছে । ফলে কোথায় গিয়ে থামবে তা বলা মুশকিল । কান্তারা সিনেমাটি সম্পূর্ণ কন্নড় সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি । বাজেট ২০ কোটিও নিচে । এটি এযাবৎ বিশ্বব্যাপী ২২০ কোটিরও বেশি সংগ্রহ করেছে । হিন্দিতেও ব্লকবাস্টার হয়ে উঠেছে ছবিটি । হিন্দি ভাষায় কন্নড় ডাবিং মুভি কান্তারা ইতিমধ্যেই ৪৪ কোটি আয় করেছে । তিন সপ্তাহ পরেও দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে হাউস ফুল বোর্ড । তেলেগু রাজ্যে কানতারা হাওয়া কেমন তা বলার অপেক্ষা রাখে না ।।