এইদিন ওয়েবডেস্ক,মোগাদিশু,০১ নভেম্বর : সোমালিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাবের জোড়া বোমা হামলায় মৃত বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন । আহত ৩২৪ । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । এছাড়া এখনো কিছু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদ । তিনি বলেছেন,’আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, সোমালি ভাইদের, এবং অন্যান্য মুসলিম ভাইদের কাছে সোমালিয়ায় চিকিৎসকদের পাঠানোর জন্য আবেদন করছি যাতে হাসপাতালে আহতরা যথাযথ চিকিৎসা পরিষেবা পায় ।’ তিনি আরও বলেন,’আমরা আহতদের বিমানে অন্যত্র পাঠাতে অক্ষম । তাই যে কেউ আমাদের সাহায্য পাঠাতে পারে । সকলকে আমরা সাহায্য পাঠাতে অনুরোধ করছি ।’
প্রধানমন্ত্রী হামজা আবদি বারে স্কুলগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীরা জাতীয় রক্তদান শিবিরে অংশ নিতে পারে। মোহামুদ বলেছিলেন যে তিনি নিজেও কয়েকশ লোকের মধ্যে ছিলেন যারা আহতদের জন্য হাসপাতালে রক্ত দিয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রবিবার বলেছে যে তারা সরকারকে আহতদের চিকিৎসায় সাহায্য করতে প্রস্তুত ।
১৯৯১ সালে রাষ্ট্রপতি সিয়াদ বেরের সামরিক শাসনের পতনের পর থেকে সোমালিয়া বিশৃঙ্খলার মধ্যে ডুবে আছে । দারিদ্র ক্লিষ্ট এই রাষ্ট্রটিতে বহু বছর থেকেই মাথা চাড়া দিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার একটি শাখা আল-শাবাব । নিয়মিত ব্যবধানে ওই সংগঠনটি সোমালিয়ায় নাশকতা চালিয়ে আসছে । ২০১৭ সালের ১৪ অক্টোবর সব থেকে মারাত্মক হামলা চালিয়েছিল ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । তখন তারা জনবহুল এলাকায় বিস্ফোরক ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ ঘটিয়েছিল । বিস্ফোরণে ৫১২ জনের মৃত্যু হয় । আহত হয়েছিল ২৯০ জনেরও বেশি মানুষ । সোমালিয়ায় এটি এযাবৎ সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হয় ।
শনিবারেও একই কায়দায় হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাব । দেশটির শিক্ষা মন্ত্রণালয়কে নিশানা করার জন্য শহরের ব্যস্ততম এলাকা জোবে মোড়ের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরক ভর্তি দুটি গাড়িতে তারা বিস্ফোরণ ঘটায় এবং তারপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসবাদীরা । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশের ভবনগুলি নিমেষের মধ্যে ধ্বংশস্তুপে পরিনত হয় । বহু দুরের ভবনগুলির পর্যন্ত জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায় । বিস্ফোরণ স্থল থেকে বাতাসে বড়সড় ধোঁয়া ও ধুলোর কুন্ডলী উঠতে দেখা যায় । মোগাদিসুর স্থানীয় সরকারি কর্মকর্তা আলি ইয়ারে আলি সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে সাত থেকে নয়জনের লাশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।।