এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ নভেম্বর : গুজরাটের মরবির সেতু (Morbi Bridge) ভেঙে পড়ার ঘটনার রেশ পৌঁছুলো সুপ্রীম কোর্টে । ঘটনার তদন্তের জন্য অবিলম্বে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে । আগামী ১৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য্য করেছে সর্বোচ্চ আদালত ।
মরবির মাচ্ছু নদীর উপর নির্মিত প্রায় ১৪৩ বছরের ঐতিহাসিক এই ঝুলন্ত সেতু ঘিরে মানুষের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে । প্রতিদিনই বহু দর্শনার্থী টিকিট কেটে সেতুতে চড়তেন । গত রবিবারেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন । অসমর্থিত সুত্রের খবর,সেতুর ধারন ক্ষমতা ৫০০ হলেও ওইদিন ৬৭৫ টি টিকিট বিক্রি করা হয়েছিল । দূর্ঘটনায় আহত অশ্বিন মেহরা নামে আহত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন,২০ থেকে ২৫ বছর বয়সী ১৫-২০ জন যুবক সেতুটিকে ভয়ঙ্করভাবে দোলাচ্ছিল । সেই সময় ৫-৬ বার কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ হয় । আর তারপরেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে নদীর গর্ভে পড়ে ।
সেতু ছিঁড়ে যাওয়ার পর প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট নদীর গর্ভে তলিয়ে যায় বহু মানুষ । তাদের মধ্যে রয়েছে অনেক শিশু ও মহিলা । এই দুর্ঘটনায় বিজেপি সাংসদ মোহন কুন্ডারিয়ার পরিবারের ১২ সদস্যের মৃত্যু হয়েছে । রাজকোট রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক অশোক যাদব বলেছেন যে দুর্ঘটনার তদন্তের জন্য একটি এসআইটি গঠন করা হয়েছে। মামলায় ওরেওয়া কোম্পানির দুই ম্যানেজার, দুই টিকিট ক্লার্ক, দুই ঠিকাদার ও তিন নিরাপত্তারক্ষীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকিদের সন্ধান চলছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার গান্ধীনগরে আধিকারিকদের সাথে মরবিতে সেতু দুর্ঘটনার বিষয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং আহতদের সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ২ নভেম্বর রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করারও সিদ্ধান্ত নেন । মঙ্গলবার মরবি আসবেন প্রধানমন্ত্রী । তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন । এর আগে তিনি তার রোড শো বাতিল করেছিলেন। কংগ্রেসও তাদের পরিবর্তন যাত্রা একদিনের জন্য স্থগিত করেছিল। নির্বাচনের আবহে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে মরবি পৌঁছেছেন বহু নেতা ।।