এইদিন ওয়েবডেস্ক,৩১ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত । জয় পেয়েছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও । কিন্তু ছন্দপতন ঘটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে । ওই ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে । ভারতের দূর্বল ব্যাটিং আর নড়বড়ে ফিল্ডিংকেই পরাজয়ের জন্য দায়ী করা হচ্ছে । এদিকে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ । অন্য সময় দু’দেশের সমর্থকরা ভারতের পরাজয়ের জন্য প্রার্থনা করলেও এক্ষেত্রে তারা ভারতের জয়ই চাইছিল । অবশ্য এই চাওয়ার পিছনে রয়েছে নিজেদের স্বার্থ । কারন লাগাতার ম্যাচ হেরে দু’দেশই এখন টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে । সেক্ষেত্রে ভারত যদি সমস্ত ম্যাচে জিততে সক্ষম হত তাহলে কিছুটা হলেও তাদের সম্ভাবনা ছিল ।
দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের কারণে সেমিফাইনালে পাকিস্তানের ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দুটি ম্যাচ বাকি আছে, সেগুলো জিতলেও পাকিস্তানকে বিভিন্ন সমীকরণ হিসেব করতে হবে। শুধু পাকিস্তান নয় ভারতের হারের কারণে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশেরও সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে। সেমিফাইনালের জন্য বাংলাদেশকে পরবর্তী ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্মেন্স করতে হবে। সেই সঙ্গে রান রেটের কথাও তাদের মাথায় রাখতে হবে ।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়কে রোহিত শর্মাদের চক্রান্ত হিসাবে দেখছে পাকিস্থানের সমর্থকরা । তাদের দাবি,পাকিস্থানকে টি-২০ বিশ্বকাপ থেকে সরাতেই ইচ্ছা করে ম্যাচ হেরেছে রোহিতরা । শুধু পাকিস্তানের সাধারণ নাগরিকরাই নয়, বরঞ্চ প্রাক্তন পাক বোলার শোয়েব আখতারের গলাতেও শোনা গেছে আফসোসের সুর । নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘ইন্ডিয়া নে মারওয়া দিয়া হামে (ভারত আমাদের শেষ করে দিলো)।’ অবশ্য তিনি স্বীকার করেছেন দোষটা ভারতের নয় নিজেদের দলেরই । তিনি বলেছেন,’আসলে আমরাই আমাদের সুযোগ নষ্ট করেছি। এটা ভারতের দোষ নয় ।’।