এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩১ অক্টোবর : দেশের সাধারণ নির্বাচন এগিয়ে আসতেই বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি-আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে । সোমবার তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ল দু’দলের নেতা, কর্মী ও সমর্থকরা । জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদে হামলার প্রতিবাদে সোমবার (৩১ অক্টোবর ২০২২) দুপুরে বাংলাদেশের নাটোরের উপশহর মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপির নাটোর পৌর ও সদর থানা কমিটি । ওই সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা সভাস্থলের দিকে রওনা হয় ।
জানা গেছে,শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে ও গোকুল নগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে । এই ঘটনায় প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি নেতৃত্ব । যদিও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেছেন,’কোনো হামলার ঘটনা ঘটেনি, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। এনিয়ে কেউ কোনো অভিযোগও দায়ের করেনি ।’।