এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,৩১ অক্টোবর : ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবন গুলিতে প্রবল হামলা চালালো রাশিয়া । সোমবার সকাল ৮ টা নাগাদ কিয়েভসহ অন্তত ১০ টি শহরে এক ঝাঁক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী । ইউক্রেন দাবি করেছে অন্তত ৫০ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৪ টি গুলি করে ভূপাতিত করা হয়েছে । উত্তর কাস্পিয়ান সাগর এবং রোস্তভ অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া রাশিয়ান টিভি-৯০ এবং টি-৬০ বিমান থেকে ওই সমস্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে জানা গেছে । এই বিমানগুলি মূলত কিয়েভ, জাপোরিজিয়া, খারকিভ, মাইকোলাইভ, লভিভ, ঝিটোমির, কিরোভখার্ড এবং চেরনিভতসি অঞ্চলকে লক্ষ্য করে । গত মাস থেকে এযাবৎ তৃতীয়বারের মতো এত বিধ্বংসী হামলা চালালো রুশ বাহিনী ।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর মতে, রাশিয়ান বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের ভবনগুলিতে আঘাত করেছে । যার ফলে রাজধানীর বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ ও জল সরবরাহ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন রাশিয়ান বাহিনী একটি জ্বালানি ভান্ডার ক্ষতিগ্রস্ত করেছে যা প্রায় সাড়ে তিন লাখ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ সরবরাহ করে।
খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেছেন, শহরের একটি গুরুত্বপূর্ণ ভবনে আঘাত করেছে রাশিয়া। খারকিভ ওব্লাস্টের গভর্নর ওলেহ সিনিয়েহুবভের মতে, খারকিভের কাছে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগোরোড থেকে এই অঞ্চলে সি- ৩০০ C-ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে । চেরকাসি ওব্লাস্ট আঞ্চলিক প্রশাসন জানিয়েছে যে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভবন রাশিয়া আঘাত করেছে । ওব্লাস্টের কিছু অংশ এখন বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে বলে তিনি জানান । এছাড়া রুশ হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ হীন হয়ে পড়েছে । কিরোভোহরাদ ওব্লাস্ট,ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্ট, ডিনিপ্রো এবং পাভলোহরাদে জ্বালানি কেন্দ্রগুলি রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।।