এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩১ অক্টোবর : তালিবান শাসিত আফগানিস্তানে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা প্রায় ৫০% বেড়েছে বলে জানালো জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) । চলতি বছরের শুরু থেকে অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা ৪৭ শতাংশ বেড়েছে । অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা বৃদ্ধির জন্য অভূতপূর্ব ক্ষুধাকেই দায়ী করেছে ওসিএইচএ ।
ওসিএইচএ-এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চিকিৎসার আগেই তাদের মৃত্যু হয়েছে। চাইল্ড প্রোটেকশন নেটওয়ার্কের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই প্রতিষ্ঠানের মোবাইল হেলথ টিমগুলো চলতি বছরের প্রথম মাসে আড়াই হাজার অপুষ্টিতে আক্রান্ত শিশুকে ভর্তি করলেও সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৭০-এ । জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেক মারাত্মক ক্ষুধার সম্মুখীন । দেশটির ৬০ লক্ষ শিশু এবং প্রাপ্তবয়স্করা অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছে ৷।