প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ অক্টোবর : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া নিয়ে প্রতিনিয়ত তৃণমূলকে বিঁধে চলেছে বিজেপি । এমন অবস্থার মধ্যেই এবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার যুব সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে । তাতে চাকরির প্রলোভন দেখিয় প্রতারণা করে টাকা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পিন্টু সামের বিরুদ্ধে।যদিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এই অভিযোগের অডিয়ো বা ভিডিয়োর কোনওটারই সত্যতা “এইদিন” যাচাই করে দেখেনি । তবে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ভাইরাল হওয়া ভিডিয়ো ও অডিয়ো নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।এদিকে তৃণমূল নেতৃত্ব নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ও অডিয়োকেই পঞ্চায়েত ভোটের প্রচারের হাতিয়ার করতে চাইছে ।তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের বলেন,’বিজেপির স্বরূপ ক্রমশঃ প্রকাশ হচ্ছে। তিনি প্রতারিতকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ।’ যদিও জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা করেছেন, ‘পিন্টু ভালো কাজ করছে । তাই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে তিনি মনে করছে ।’ পিন্টুও একই দাবি করেছেন।
বিজেপির কয়েকজন নেতাদের কথায় জানা গিয়েছে,পূর্বে পিন্টু সাম পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের একটি মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময় থেকেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু করে । সম্প্রতি তিনি জেলার যুব সংগঠনের দায়িত্ব পেয়েছেন । তারপর থেকে দলের একাংশ পিন্টুর বিরুদ্ধে ‘সক্রিয়’ হয়ে উঠেছে । নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো-বার্তায় হেমন্ত রুইদাস নামে এক যুবক নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন । তিনি অভিযোগ করেছেন,‘ বিজেপির খণ্ডঘোষের এক শক্তিকেন্দ্র প্রমুখের মাধ্যমে তিনি খণ্ডঘোষের চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পিন্টু সামের সঙ্গে দেখা করেন । তখন চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছে পিন্টু চার লক্ষ টাকা দাবি করে । বলে তাঁকে একটি বেসরকারি ব্যাঙ্কে ও তাঁর স্ত্রীকে আইসিডিএসে চাকরি দেবে । হেমন্তবাবু অত টাকা দিতে পারবেন না বলে জানালে তাকে অগ্রিম দু’লক্ষ টাকা দিতে বলা হয় । হেমন্ত রুইদাসের অভিযোগ ওঁরা দু’লক্ষ টাকা তাঁর কাছ থেকে নিলেও আজ অবধি কোথাও কোন চাকরির ববস্থা করে দেয় নি ।’
এই অভিযোগের বিষয়টি ছাড়াও নেট মাধ্যমে
আরও একটি অডিয়ো ছড়ানো হয়েছে । সেই
অডিয়ো বার্তায় বিজেপির এক শিক্ষক-নেতাকে হুমকির সুরে বলতে শোনা যাচ্ছে, ‘অসম্মানজনক কাজ করলে বারোটা বাজিয়ে দেব। এখনও বলছি ভদ্রভাবে, সুন্দরভাবে শুধরে যান ।’ বিজেপির লোকজনের দাবি, যিনি হুমকির সুরে শিক্ষক-নেতার সঙ্গে কথা বলছেন, তিনি হলেন পিন্টু সাম । নেট মাধ্যমে ছড়িয়ে পড়া আরও দু’টি অডিয়ো-বার্তাতে দু’জন মহিলার সঙ্গে প্রতারণা করার কথা শোনা যাচ্ছে ।
এই প্রসঙ্গে বিজেপির ওই যুব সভাপতির দাবি, তিনি ভালো করে সংগঠনের কাজ করতে চাইছি বলে পয়সা দিয়ে এইসব ভিডিয়ো তৈরি করে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। পিন্টু বাবুর ধারণা, এইসবের পিছনে তৃণমূলের হাত রয়েছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন,
‘পিন্টু সামের মতো প্রতারকরাই বিজেপির সম্পদ । ওর আরো অনেক কেচ্ছা কেলেঙ্কারি আছে । সেইসব ব্যাপারে খণ্ডঘোষের লোকজন ওয়াকিবহাল রয়েছেন। তাই পিন্টু খণ্ডঘোষে ঢোকার শাহস দেখায় না । ও এখন বর্ধমানে জেলা বিজেপি পার্টি অফিসেই দিন কাটায় । পিন্টুর মতো দুর্নীতিগ্রস্তরা বিজেপির জেলা নেতা বনে যাওয়ায় খণ্ডঘোষে আদি বিজেপির লোকজন এখন বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন ।’।