এইদিন ওয়েবডেস্ক,৩০ অক্টোবর : টুইটার কেনার পরেই শীর্ষ তিন কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করেন ইলন মাস্ক । প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল এবং আইন ও নীতিমালা বিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে সরিয়ে দেন তিনি । চাকরিচ্যুতির কারণে টুইটারের কমপেনসেশন স্কিম অনুযায়ী পরাগ–সিগালরা যে অর্থ পাবেন, তা দিতে গেলে বাকি কর্মীদের বেতন দেওয়া নিয়ে আবারও বিপাকে পড়তে হবে ধনকুবের ইলন মাস্ককে ।
কারন চাকরিচ্যুত কর্মীদের ক্ষতিপূরণ বাবদ ইলোনের পকেট থেকে খসবে ১০ কোটি মার্কিন ডলার । টুইটারের আইন অনুযায়ী এ অর্থ দিতে হবে নগদে । ফলে টুইটারের বাকি কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হবে তাঁকে । টুইটারের এখন প্রায় সাড়ে সাত হাজার কর্মী কাজ করেন ।
কমপেনসেশন স্কিমের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার লাগবে । তিন শীর্ষ কর্মকর্তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পাবেন পরাগ আগরওয়াল । চুক্তি অনুযায়ী কমপেনসেশন স্কিমের আওতায় তাঁর প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার প্রাপ্য । টুইটারের দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে যদি সংস্থা তাঁকে চাকরিচ্যুত করে তাহলে এই ক্ষতিপূরণ পাওয়ার কথা পরাগের । একইভাবে নেড সিগাল ৩০৫ কোটি ও বিজয়া গাড্ডে ১৪০ কোটি টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন ।।