এইদিন ওয়েবডেস্ক,৩০ অক্টোবর : ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি বাম হাতি পেসার ওয়াসিম আক্রাম । নিজের আত্মজীবনী ‘সুলতান: আ মেমোরি’ তে এমনটাই জানিয়েছেন তিনি । তিনি জানান,২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই কোকেনের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এই মরণ নেশার পরিসমাপ্তি ঘটে ২০০৯ সালে ।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আত্মজীবনীতে লিখেছেন, ‘আমি পার্টিতে যেতে খুব পছন্দ করতাম। কোনোভাবেই নিজেকে পার্টি থেকে দূরে রাখতে পারতাম না । এমনকি এক রাতেই দশটি পার্টি পর্যন্ত করেছি । সেখান থেকেই নেশার সূত্রপাত । ফলে জীবনকে কলঙ্কিত করে তুলেছিল ।’
তিনি বলেছেন,‘আমি পুরোপুরি কোকেন নির্ভর হয়ে পড়ি। ইংল্যান্ডে থাকার সময় পার্টি করার জন্য লাইন ধরতাম। কোকেনের ব্যবহার যতোই বাড়তো, ততই মনে হতো ফূর্তি করার সময় এসেছে। এক সময় আমার মনে হতো, ঠিকভাবে কাজ করার জন্য কোকেন ছাড়া আমার চলবেই না ।’
আক্রাম লিখেছেন,’কোকেন সেবন আমাকে অস্থির করে তুলেছিল। প্রতারক হয়ে উঠেছিলাম। ইংল্যান্ডে থাকার সময় আমার স্ত্রী হুমা একাকী বোধ করতো। সে করাচিতে যেতে চাইতো, মা বাবা ভাই-বোনদের সান্নিধ্য পেতে চাইতো। কিন্তু আমার এটা ভালো লাগতো না। আমি করাচি যেতে পছন্দ করতাম না । কিন্তু এমন ভান করতাম যেন কাজের জন্য সেখানে যেতে পারছি না। অথচ আসল কারণ ছিল পার্টি ।’ ২০০৯ সালে আক্রামের প্রথম স্ত্রী হুমার মৃত্যু হয় । আর তারপর থেকেই তাঁর নেশামুক্তি হতে শুরু করে । আক্রামের কথায়,’দক্ষিণ এশিয়ায় মাদক সংস্কৃতি মানুষকে গ্রাস করে, বিপথে চালনা করে এবং দুর্নীতিপরায়ন করে তোলে। আমার ওপর এসবের প্রভাব পড়েছিল ।’।