এইদিন ওয়েবডেস্ক,কাবুল,৩০ অক্টোবর : বেহাল অর্থনীতির কারনে আফগানিস্তানে দ্রুত হারে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা । পুরুষ, মহিলাদের পাশাপাশি শিশুরাও অন্ন সংস্থানের জন্য ভিক্ষাবৃত্তির পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে । তালিবান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপ-দপ্তর রবিবার বলেছে যে তারা শুধুমাত্র কাবুল শহর থেকে কমপক্ষে ১৪,৩৯৩ জন ভিক্ষুকের পরিসংখ্যান সংগ্রহ করেছে ।তার মধ্যে ৩,৯১১ জন শিশু রয়েছে । তালিবানরা বলেছে যে তারা বায়োমেট্রিকভাবে ভিক্ষুকদের চিহ্নিত করবে এবং তাদের মজুরি নির্ধারণ করবে ।
চলতি বছরের শুরুর দিকে ভিক্ষুকদের তথ্য সংগ্রহ ও বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু করে তালিবান । এক মাসের মধ্যে কমপক্ষে ৫,৮১১ জন ভিক্ষুক নিবন্ধিত করা হয়েছিল । মাস চারেক আগে তালিবানরা ঘোষণা করেছিল যে তারা শুধুমাত্র কাবুল শহর থেকে ৮,৫৮২ জন ভিক্ষুকের সন্ধান পেয়েছে । এর বাইরে দেশের বাকি অংশে ভিক্ষুকের সঠিন পরিসংখ্যান পাওয়া যায়নি তালিবান কর্তৃপক্ষের কাছ থেকে ।।