এইদিন ওয়েবডেস্ক,ভদোদরা,২৯ অক্টোবর : ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি শাসিত গুজরাট । বিষয়টি মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সবুজ সংকেত দিয়েছে গুজরাটের মন্ত্রিসভা । শনিবার গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে,মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আজ মন্ত্রিসভার বৈঠকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে অভিন্ন সিভিল কোড বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা ।’ জানা গেছে,হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটিতে তিন থেকে চারজন সদস্য থাকবে ।
ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হল সকল নাগরিকের জন্য অভিন্ন আইন । অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য একটি সাধারণ আইন থাকবে ।বিবাহ,বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে সকল ধর্মের মানুষের জন্য বাধ্যতামূলক হবে এই আইন । ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির ইশতেহারে দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । বিজেপির দাবি ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হলেই লিঙ্গ সমতা আসবে দেশে । উত্তরাখণ্ড ইতিমধ্যেই রাজ্যে এই আইন লাগু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই লক্ষ্যে কমিটি গঠন অনুমোদন করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার ।
অনেক রাজনীতিবিদ ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন করলেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) এটিকে একটি অসাংবিধানিক এবং সংখ্যালঘু বিরোধী পদক্ষেপ বলে অভিহিত করেছে ।।