এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৯ অক্টোবর : কনভয়ে হামলা চালিয়ে ৪ পাকিস্থানি সেনাকর্তাকে গুলি করে মারার দাবি করল বেলুচ লিবারেশন আর্মি । বিএলএর মুখপাত্র জয়হান্দ বালোচ এক বিবৃতিতে বলেছেন যে তাদের বাহিনী কিচ শহরের কাওলাই এলাকায় শুক্রবার (২৮ অক্টোবর ২০২২) পাকিস্তানি সেনা কনভয়ে হামলা চালায় । এই হামলায় ৪ পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে । যদিও পাকিস্তান সরকার এই দাবি সম্পর্কে কিছু জানায়নি ।
এর আগে বেলুচ লিবারেশন আর্মি গত ২৩ অক্টোবর দাবি করেছিল যে তাদের বাহিনী জারঘুন এলাকায় পাকিস্তানি সেনার একটি কনভয়ে আক্রমণ করে ৬ অফিসারকে হত্যা করেছে এবং ৪ জনকে আহত করেছে । উল্লেখ্য,তালিবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্থানের সম্পর্ক তলানিতে এসে এসে ঠেকেছে । সীমান্তে তালিবানের সঙ্গে পাকিস্থান সেনার যুদ্ধ লেগেই আছে । তার ওপর বেলুচ লিবারেশন আর্মি ও তেহেরিক-এ- তালিবানের হামলার মুখে পড়তে হয় সন্ত্রাসবাদী সংগঠনগুলির পৃষ্ঠপোষক পাক সেনাকে ।।