প্রদীপ চট্টোপাধ্যায়,গলসি(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : ধান বোঝাই ১৪ চাকার লরি পারাপার করতে গিয়ে ভেঙে গেল কাঠের সেতু । অল্পের জন্য প্রাণে বেঁচে গেল লরির চালক ও খালাসি । শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির পারাজ এলাকায় । জানা গেছে,পারাজে ডিভিসি সেচ ক্যানেলে উপরে রয়েছে কাঠের সেতুতি । এদিন ভিন রাজ্য থেকে ধান বোঝাই করে পারাজ গ্রামের একটি রাইস মিলে এসেছিল লরিটি । কিন্তু রাইস মিল ধান খালি না করায় লরিটি ফিরে যাচ্ছিল । আর তখনই লরির চাপে কাঠের সেতুর পাটাতন ভেঙে যায় । ঝুলে যায় লরির সামনের চাকাগুলি । তবে লরিটি ক্যানেলের নিচে উলটে না পরায় বড়সড় দূর্ঘটনা ঘটেনি । পরে ক্রেনের সাহায্যে লরিটি সরানোর ব্যবস্থা করা হয় । এই ঘটনার জেরে সেতু দিয়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ।।