প্রদীপ চট্টোপাধ্যায়,গলসি(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : যান্ত্রিক গোলযোগের কারনে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল একটি পাথর বোঝাই লরি । লরির নিচে শুয়ে গোলযোগের কারন খুঁজছিলেন চালক । সেই সময় আর একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে এসে সজোরে ধাক্কা দেয় । সংঘর্ষের জেরে দাঁড়িয়ে থাকা লরিটি কিছুটা এগিয়ে যায় । আর তখনই লরির চাকায় পিষ্ট হয়ে যান নিচে শুয়ে থাকা পাথর বোঝাই লরির চালক । তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । আহত হয়েছে বালি বোঝাই লরির চালকও । শনিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির বড়দিঘীর মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে । পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম দীপক কুমার সিং (৪৫) । তাঁর বাড়ি বিহারের ছাতরাপুর এলাকায় । পুলিশ লরি দুটি আটক করেছে ।
জানা গেছে,পাথর বোঝাই লরিটি ২ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের মুখে যাচ্ছিল । সকাল সাড়ে ৬ টা নাগাদ গলসির বড়দিঘীর মোড়ের কাছাকাছি এসে লরির স্টার্ট বন্ধ হয়ে যায় । সেই কারনে লরির নিচে ঢুকে বিকল হওয়ার কারন খুঁজছিলেন চালক । আর তখনই বর্ধমানগামী বালির গাড়ি এসে পাথর বোঝাই লরিটিতে সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে যায় ।।