এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,২৯ অক্টোবর : ইসরায়েলে ফের ক্ষমতায় আসতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) । দু’টি ইসরায়েলি মিডিয়া প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট নেসেটের (ইসরায়েলি সংসদ) ১২০টি আসনের মধ্যে ৬০টি আসনে জয়ী হতে পারে ।
ইসরায়েলি পত্রিকা পাবলিক ব্রডকাস্টার এবং মারিভ বৃহস্পতি ও শুক্রবার পরপর দু’দিন তাদের নির্বাচন পূর্ববর্তী জনমত সমীক্ষা প্রকাশ করে । তাতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৬০ টি আসন পেতে পারে বলে দেখা গেছে । নেতানিয়াহু বিরোধী জোট ৫৬টি আসন এবং ফিলিস্তিনি নেতৃত্বাধীন হাদাশ-তাল চারটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে । হারেৎজ পত্রিকার রাজনৈতিক বিশ্লেষক ইয়োসি ভার্টার লিখেছেন, ‘নির্বাচনে নেতানিয়াহুর দল ভালো অবস্থায় আছে ।’
বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী । তাঁর প্রথম কার্যকাল ছিল ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত । দ্বিতীয় মেয়াদে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন । এদিকে
চার বছরেরও কম সময়ের ব্যবধানে ফের ইসরায়েলে সাধারণ নির্বাচন হতে চলেছে । আর নির্বাচনটি হবে আগামী পয়লা নভেম্বর । এই নির্বাচনেও যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ফের নির্বাচনের মুখোমুখি হতে হবে দেশটিকে ।।