এইদিন ওয়েবডেস্ক,কোচি,২৭ অক্টোবর : দীপাবলিতে আতশবাজি পোড়ানোর অপরাধে প্রতিবেশী তামিল পরিবারের উপর দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ভিন ধর্ম সম্প্রদায়ের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কেরালার এর্নাকুলাম জেলার মুভাট্টুপুঝা (Muvattupuzha) এলাকায় । আর্মড রিজার্ভ পুলিশে কর্মরত রফিক নামে ওই পুলিশ আধিকারিক দলবল নিয়ে তাঁর প্রতিবেশী তামিল পরিবারের বাড়িতে ঢুকে কার্যত তান্ডব চালায় বলে অভিযোগ । এনিয়ে ওই পুলিশ আধিকারিকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবারটি ।
অর্গানাইজ উইকলির প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর রাত্রি সাড়ে ৮ টা নাগাদ । ওইদিন মুভাট্টুপুঝার বাজারের বাসিন্দা থানপান্ডিয়ান (Thankapandyan) নামে এক তামিল ব্যক্তি দিপাবলী উপলক্ষে আতসবাজি পুড়িয়েছিলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে যায় তাঁর প্রতিবেশী রফিক । এরপর সে দলবল নিয়ে ওই তামিল ব্যক্তির বাড়িতে চড়াও হয় । তারপর তারা দীপাবলির মিষ্টি ও জলখাবার রান্না করার সময় উনান ভেঙে ফেলে । থানপান্ডিয়ান (Thankapandyan) এবং তাঁর স্ত্রী পিটি পান্ডিয়ান,বাবা ভাস্করনকে,মা মীনাদেবীকে নির্মমভাবে মারধর করা হয় । থানপান্ডিয়ানের সাত ও পাঁচ বছরের দুই শিশু সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । ধারালো অস্ত্রের আঘাতে ভাস্করনের চোখের নিচে আঘাত লেগেছে । তাঁর স্ত্রীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টাও হয়েছে বলে অভিযোগ । আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা যায়,আক্রান্ত পরিবারের পক্ষ থেকে ‘তামিলিয়ান কালেক্টিভ’ মুভাত্তুপুজা পুলিশ এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছে । আর এরপরেই তাঁদের বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য রফিক চাপ সৃষ্টি করতে শুরু করে । স্থানীয় রাজনৈতিক নেতারা মিটমাট করে দেওয়ার জন্য উদ্যোগী হয় । এমনকি আক্রান্ত পরিবারটিকে টাকার প্রলোভনও দেখানো হয় বলে অভিযোগ । যদিও আক্রান্ত পরিবারটি কোনো প্রলোভনের ফাঁদে পা দেয়নি । ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এলে মধ্যস্থতাকারীরা পালিয়ে যায় ।।