এইদিন ওয়েবডেস্ক,রোম,২৭ অক্টোবর : গির্জার যাজক ও নানরাও এখন পর্নগ্রাফি দেখেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন পোপ ফ্রান্সিস । ডয়েচে ভেলে বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে,ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস বলেছেন,’পর্নগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে । এমনকি যাজক ও নানরাও সেই তালিকার বাইরে নয় । তাদের মনের মধ্যে শয়তান ওই পথ ধরেই প্রবেশ করছে । ডিজিটাল পর্নগ্রাফির প্রলোভন তাদের হৃদয়কে দুর্বল করে দিচ্ছে ।’
তিনি পর্নগ্রাফি আসক্ত যাজক ও নানদের উদ্দেশ্যে বলেন,’এটা যদি দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই কাজটি কিন্তু নীতিবহির্ভূত। এটি মোটেই পূণ্যের কাজ নয় ।’ তিনি আরও বলেন, ‘অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে। পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নগ্রাফিকে গ্রহণ করে না। মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেয়া উচিৎ। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না ।’ পোপ জানান,
তিনি মোবাইল ব্যবহার করেন না ।।