এইদিন ওয়েবডেস্ক,সিডনি,২৭ অক্টোবর : টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করল ভারত । বৃহস্পতিবার সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় । তিনি ১২ বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউর হন । এরপর দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও বিরাট কোহলি । তাঁদের জুটি ভাঙেন ফ্রেড ক্লাসেন । ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে ডিপ মিড উইকেটে অ্যাকারম্যানের হাতে ধরা পড়েন অধিনায়ক রোহিত। তার ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছক্কার মারে । কোহলিকে সঙ্গ দিতে তৃতীয় উইকেটে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন সূর্যকুমার যাদভ। দুজনের জুটিতে আর কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেননি ডাচ বোলাররা । কোহলি ৪৪ বল খেলে ৬২ রানে অপরাজিত থাকেন । তাঁর ইনিংসে ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা । অন্যদিকে ২৫ বলে ৭ চার ও ১ ছক্কাসহ ৫১ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার ।
ডাচদের পক্ষে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন পল মিকেরেন । ক্লাসেন ৩৩ রান দিয়ে এক উইকেট নেন । অন্যদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ড ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে ।।