এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৭ অক্টোবর : ইরানের শিরাজের “শাহ চিরাগ” মাজারে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করল আইএসআইএস । আইএসআইএস গোষ্ঠীর সাথে সম্পর্কিত একটি ওয়েবসাইটে বিবৃতি জারি করে এই হামলার দায় স্বীকার করা হয় । বুধবার (২৬ অক্টোবর ২০২২) সন্ধ্যায় শাহচেরাগ মাজারে সন্ত্রাসবাদী হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয় ।
ওইদিন আযান চলাকালীন কিছু সশস্ত্র সন্ত্রাসবাদী “আহমেদ বিন মুসার হারামে” প্রবেশ করে এবং কালাশনিকভ আগ্নেয়াস্ত্র নিয়ে নামাজিদের দিকে এলোপাথাড়ি গুলি চালায় । তিনজন সশস্ত্র সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল বলে জানা যায় । ফার্স প্রদেশের পুলিশ জানায়, একজনকে গ্রেফতার করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ চলছে ।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ইরশাদ পুলিশের হেফাজতে মেহসা আমিনির মৃত্যুর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভকে এই সশস্ত্র হামলার কারণ হিসেবে দেখছেন । কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী অতি চরমপন্থী “ওয়াহাবি-তাকফিরি উপাদান”,যারা মাহাসা আমিনির হত্যার প্রতিবাদী আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদী কাজকর্ম শুরু করে দিয়েছে ।।