এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,২৬ অক্টোবর : মেয়ে হানিপ্রীতের নাম পরিবর্তন করে ‘রুহানি দিদি’ রাখলেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম । হরিয়ানার সুনেরিয়া জেল থেকে বর্তমানে প্যারোলে মুক্তি পেয়েছেন বিতর্কিত এই ধর্মগুরু । জেল থেকে ছাড়া পেয়েবতিনি এখন বাগপতের বারনাওয়া আশ্রমে রয়েছে । ডেরায় সাদ সঙ্গতকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘হানিপ্রীতের নাম এখন রুহানি দিদি হবে এবং তিনি রুহানি দিদি নামে পরিচিত হবেন ।’ এদিকে গুরমিত রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ডেরার গুরু পরিবর্তন নিয়ে গুঞ্জন উঠছিল । ওই বিতর্কেরও নিরসন করেন রাম রহিম । তিনি বলেছেন,’কোথা থেকে এসব আলোচনার সূত্র জানা যায়নি। এই বিষয়ে আমি স্পষ্টভাবে বলি যে গুরু পরিবর্তন করা হবে না। আমি আছি এবং থাকব ।’
প্রসঙ্গত,গুরমিত রাম রহিমের বিরুদ্ধে নিজের আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে । এছাড়া ওই ধর্ষণের খবর করায় ২০১৯ সালের জানুয়ারিতে রাম চন্দ্র ছত্রপতি নামে এক সাংবাদিককে খুনে অভিযুক্ত তিনি । ধর্ষণের দায়ে তাঁকে ২০ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয় । আর সাংবাদিককে খুনের মামলায় ২০১৯ সালের ১৭ জানুয়ারি রাম রহিমসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করে সিবিআইয়ের বিশেষ আদালত ।।