এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১০ ফেব্রুয়ারী : ছাত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে শিক্ষকের উপর হামলা ও বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ । ধৃতদের নাম সিদ্ধার্থ সর্দার, সঞ্জু মণ্ডল, বিশ্বনাথ দেবনাথ, বিনয় দেবনাথ, বিক্রম বিশ্বাস,নন্দদুলাল দেবনাথ ও উত্তম সাহা । ধৃতদের প্রত্যেকেই কাটোয়ার মণ্ডলহাট এলাকার বাসিন্দা । বুধবার সকালে এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয় । ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অনধিকার প্রবেশ প্রভৃতি একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ।
আক্রান্ত শিক্ষকের নাম রমেন তালুকদার । মণ্ডলহাটেই তাঁর বাড়ি । রমেনবাবু পানুহাট রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষককতা করেন । পাশাপাশি তিনি টিউশনও পড়ান । অনেক ছাত্রছাত্রী তাঁর কাছে টিউশন পড়তে আসেন । একই এলাকার বাসিন্দা বছর ১৯-এর যে ছাত্রীর সঙ্গে রমেনবাবুর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে সেই ছাত্রীটি কাটোয়া কলেজের প্রথমবর্ষে পড়াশোনা করেন । ওই তরুনীও রমেনবাবুর কাছে টিউশন পড়তেন ।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই তরুনীকে বাইকে চাপিয়ে যাওয়ার সময় রমেনবাবুকে দাঁইহাট মোড়ে আটকে একপ্রস্থ হেনস্থা করে স্থানীয় কয়েকজন যুবক । তার পর রাতের দিকে বেশ কিছু লোকজন রমেনবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধরের পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ । বর্তমানে ওই শিক্ষক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এদিন রমেনবাবুর স্ত্রী সুচিত্রা তালুকদার এনিয়ে ১৩ জনের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ।
সুচিত্রাদেবীর অভিযোগ, তাঁর স্বামীকে মেরে পা ভেঙে দিয়েছে হামলাকারীরা । এমনকি স্বামীকে বাঁচাতে গেলে তাঁর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওই বধুর ।
এদিন শিক্ষকের স্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েই ৭ জনকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে ।।