এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৬ অক্টোবর : যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য তালিবানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতিসংঘ – একথা জানিয়েছেন উইমেনস হিউম্যান রাইটস ওয়াচের প্রধান হেদার বার । তিনি তালিবান কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন । বুধবার (২৬ অক্টোবর ২০২২) তিনি একটি টুইটে ঘোষণা করেছেন, আফগানিস্তান সম্পর্কিত একটি নতুন বাধ্যতামূলক ব্যবস্থা তৈরির প্রচেষ্টা চলছে জাতিসংঘে । প্রমাণ সংগ্রহ এবং তা যাচাইয়ের পর আফগানিস্তানে সংঘটিত অপরাধের জন্য তালিবানদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি নতুন বাধ্যতামূলক ব্যবস্থা তৈরি করবে জাতিসংঘ ।’
ইউরোপীয় পার্লামেন্টে হিদার বারের খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন বেশ কয়েকজন নারী অধিকার কর্মী । উল্লেখ্য,আফগানিস্তানের দখল নেওয়ার পর তালিবানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের অভিযোগ উঠছে।।